দক্ষিণ দিনাজপুর আদালতে স্টেনো নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল

613
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড-থ্রি (বিজ্ঞপ্তি নং ০১/ডিআরসি-জি, তাং ২৫.০১.২০১৮) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল বেরিয়েছে, দেখা যাবে নিচের লিঙ্কে ক্লিক করে।

পুলিস ভেরিফিকেশন ফর্মও https://districts.ecourts.gov.in./dakshindinajpur ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দু-কপি প্রিন্ট-আউট নিয়ে পূরণ করে অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণপত্র সহ জমা দিতে হবে ২৮ জানুয়রির মধ্যে।

এই ঠিকানায়: The Chairman, Sistrict Recruitment Committee, Dakshi Dinajpur Judgeship-cum-District Judge, Dakshin Dinajpur at Balurghat.

চূড়ান্ত ফল দেখা যাবে এই কিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/1879