দক্ষিণ দিনাজপুর জেলায় ২০৪ গ্রাম সম্পদ কর্মী

3589
0
South Dinajpur Jobs, South Dinajpur Recruitment, Govt Job in West Bengal,

দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিক গ্রাম পঞ্চায়েতে এনইউএলএম-এর অধীনে ২০৪ জন গ্রাম সম্পদ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 457/DD/SAU, Date: 18/02/2020

শূন্যপদ: বালুরঘাট ব্লক ৩১, হিলি ব্লক ১২, তপন ব্লকে ২৬, কুমারগঞ্জ ব্লকে ৩০, গঙ্গারামপুর ব্লকে ৪৪, বংশীহা‍রী ব্লকে ১৪, হরিরামপুর ব্লকে ২৩, কুশমন্ডি ব্লকে ২৪টি পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:  সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এমজিএনআরজিএ কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেলফ হেল্প গ্রুপ সদস্য হলে সার্টিফিকেট থাকতে হবে। বয়স হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে।

আবেদন: মুখবন্ধ খামে ৪ মার্চ, ২০২০-র মধ্যে আবেদন জমা করতে হবে। সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। স্পিড বা রেজিস্টার্ড পোস্টেও আবেদন পাঠানো যাবে। আবেদন পত্রের খামের উপর “Application for selection to the post of VRP” লিখে দিতে হবে। প্রার্থীদের ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে নিয়োগ হবে।

আবেদনপত্রের নমুনা বিজ্ঞপ্তির লিঙ্ক: http://www.ddinajpur.nic.in/Notice/2020/180220-ENOT-2.pdf

 

 

Dakshin Dinajpur Jobs, West Bengal Government Jobs