দক্ষিণ দিনাজপুর স্বাস্থ্যে ১৫ নিয়োগ স্থগিত  

736
0
South Dinajpur Jobs, South Dinajpur Recruitment, Govt Job in West Bengal,

“দক্ষিণ দিনাজপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণে ১৫” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছিল গত ৫ সেপ্টেম্বর। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নম্বর DHFWS /1978, Dated: 04/09/2019. দক্ষিণ দিনাজপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি আপাতত বাতিল করা হল। পরবর্তীকালে নতুন সিদ্ধান্ত নেওয়া হলে তা জানানো হবে। মেল কাউন্সেলর, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফ নার্স, কালাজ্বর ট্রিটমেন্ট সুপারভাইজার, নিউট্রিশনিস্ট সহ অন্যান্য  পদের জন্য আবেদন গ্রহণ বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞপ্তি বাতিলের বিজ্ঞতি লিঙ্ক – http://www.ddinajpur.nic.in/Notice/2019/050919-ENOT-1.pdf

 

 

 

South Dinajpur