দক্ষিণ- পূর্ব মধ্য রেলে ৬১৮ অ্যাপ্রেন্টিস

1000
0
Rail, Railway Job, Railway Para-medical Job

দক্ষিণ- পূর্ব মধ্য রেলের নাগপুর ও রাইপুর শাখায় দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে।

১) No: P/NGP/RCT/2017/10   Date: 25.11.2017

দক্ষিণ- পূর্ব মধ্য রেলের নাগপুর ডিভিশন ও মোতিবাগ ওয়ার্কশপে ৩১৩ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

শূন্যপদের বিন্যাস: নাগপুর ডিভিশন: ক্রমিক সংখ্যা ১: ফিটার: শূন্যপদ ৩৬ (অসংরক্ষিত ১৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১০)। এইসবের মধ্যে ৩টি শারীরিক প্রতিবন্ধী ও ৩টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ২: কার্পেন্টার: শূন্যপদ ১৯ ( অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৫)। ক্রমিক সংখ্যা ৩: ওয়েল্ডার: শূন্যপদ ৩২ ( অসংরক্ষিত ১৬, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ওবিসি ৯)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ৪: পিএএসএসএ: শূন্যপদ ১৮ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৫)। এইসবের মধ্যে ২টি শারীরিক প্রতিবন্ধী ও ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ৫: ইলেক্ট্রিশিয়ান: শূন্যপদ ৪৮ ( অসংরক্ষিত ২৪, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৪, ওবিসি ১৩)। ক্রমিক সংখ্যা ৬: সেক্রেটারিয়াল প্র্যাক্টিস: শূন্যপদ ১০ ( অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। এইসবের মধ্যে ২টি শারীরিক প্রতিবন্ধী ও ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ৭: পাইপ ফিটার: শূন্যপদ ২০ ( অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ওবিসি ৫)। ক্রমিক সংখ্যা ৮: পেইন্টার: শূন্যপদ ২৩ ( অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ওবিসি ৬)। ক্রমিক সংখ্যা ৯: ওয়্যারম্যান: শূন্যপদ ১১ ( অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। ক্রমিক সংখ্যা ১০: ইলেক্ট্রনিক্স মেকানিক: শূন্যপদ ১৯ ( অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৫)। ক্রমিক সংখ্যা ১১: পাওয়ার মেকানিক্স: শূন্যপদ ৪ ( অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ১২: মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স: শূন্যপদ ৪ ( অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ১৩: ডিজেল মেকানিক: শূন্যপদ ৪৬ ( অসংরক্ষিত ২৪, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১২)। ক্রমিক সংখ্যা ১৪: ট্রিমার: শূন্যপদ ৪ ( অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ১৫: বেয়ারারের: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

ওয়ার্কশপ মোতিবাগ: ক্রমিক সংখ্যা ১: ফিটার: শূন্যপদ ৬ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা ২: ওয়েল্ডার: শূন্যপদ ৯ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

ট্রেনিংয়ের সময়সীমা: নাগপুর ডিভিশনের ফিটার, ওয়েল্ডার, পিএএসএসএ, ইলেক্ট্রিশিয়ান, সেক্রেয়ারিয়াল প্র্যাক্টিস, পাইপ ফিটার, পেইন্টার, ওয়ারম্যান, ইলেক্ট্রনিক্স মেকানিক, পাওয়ার মেশিন, মেশিন মেকানিক টুল মেন্টেন্যান্স, ট্রিমার, বেয়ারারের ট্রেডের ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। কার্পেন্টার ও ডিজেল মেকানিক পদের ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা ২ বছর। ওয়ার্কশপ মোতিবাগ ডিভিশনের ফিটার ও ওয়েল্ডার ট্রেডের ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নিয়ে (১০+২ সিস্টেমে) দশম শ্রেণি পাশ বা সমতুল, সঙ্গে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং বা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং থেকে সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২৫ নভেম্বর ২০১৭ তারিখের মধ্যে।

বয়সসীমা: ২৫ নভেম্বর ২০১৭ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫- ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ১০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই- রিসিট পাওয়া যাবে, ই- রিসিট প্রিন্ট- আউট নিয়ে রাখতে হবে। তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.secr.indianrailways.gov.in  ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি, স্বাক্ষর ও যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় ছবি, স্বাক্ষর ও অন্যান্য যাবতীয় নথি নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৭ ডিসেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত। অন্যান্য তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

২) No: E/PB/R/Rectt/Act Appr./01  Date: 27.11.2017

দক্ষিণ- পূর্ব মধ্য রেলের রাইপুর ডিভিশনে ও ওয়াগন রিপেয়ার শপে ৩০৫ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

শূন্যপদের বিন্যাস: রাইপুর ডিভিশন: ক্রমিক সংখ্যা ১: ওয়েল্ডার: শূন্যপদ ৭৩ (অসংরক্ষিত ৩৭, ওবিসি ২০, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ৫)। এইসবের মধ্যে ২টি প্রাক্তন সেনাকর্মী ও ২টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ২: টার্নার: শূন্যপদ ১৩ (অসংরক্ষিত ৭, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৩: ফিটার: শূন্যপদ ৯৩ (অসংরক্ষিত ৪৭, ওবিসি ২৫, তপশিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ৭)। এইসবের মধ্যে ৩টি প্রাক্তন সেনাকর্মী ও ৩টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ৪: মেশিনিস্ট: শূন্যপদ ৬ (অসংরক্ষিত ৩, ওবিসি ২, তপশিলি জাতি ১) ক্রমিক সংখ্যা ৫: ইলেক্ট্রিশিয়ান: শূন্যপদ ৪৭ ( অসংরক্ষিত ২৪, ওবিসি ১২, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৪) এইসবের মধ্যে ১টি প্রাক্তন সেনাকর্মী ও ১টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্রমিক সংখ্যা ৬: হেলথ স্যানিটারি ইনস্পেক্টর: শূন্যপদ ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৭: স্টেনোগ্রাফার: শূন্যপদ ৩ (অসংরক্ষিত  ২, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৮: মেকানিক: শূন্যপদ ১৮ (অসংরক্ষিত ৯, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)। এইসবের মধ্যে ১টি প্রাক্তন সেনাকর্মী ও ১টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

ওয়াগন রিপেয়ার শপ/ রাইপুর: ক্রমিক সংখ্যা ১: ফিটার: শূন্যপদ ১৯ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ২: ওয়েল্ডার  শূন্যপদ ১৯ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি তউপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৩: মেশিনিস্ট: শূন্যপদ ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৪: ইলেক্ট্রিশিয়ান: শূন্যপদ ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৫: মেকানিক মোটর ভিকল: শূন্যপদ ৩ ( অসংরক্ষিত ২, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৬: টার্নার: শূন্যপদ ৩ (অসংরক্ষিত  ২, ওবিসি ১)।

শিক্ষাগত যোগ্যতা: ১) ১০+২ সিস্টেমের অধীন দশম শ্রেণি পাশ বা সমতুল, সঙ্গে ২) কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫- ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.secr.indianrailways.gov.in    ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৭ ডিসেম্বর ২০১৭ সন্ধ্যা ৬টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।