Site icon জীবিকা দিশারী

দক্ষিণ-পূর্ব রেলে কর্মরতদের জন্য ৬১৭ পদ

RRB Technician Recruitment 2024

দক্ষিণ পূর্ব রেলে নিয়মিত পদে কর্মরত প্রার্থীদের মধ্যে থেকে ৬১৭ জন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে৷ শুধু ওই ডিভিশনে কর্মরতরা নিচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৩ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত৷ নোটিফিকেশন নম্বর: SER/P-HQ/RRC/GDCE/2020.

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট: ৩২৪, টিকিট ক্লার্ক: ৬৩, জুনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট: ৬৮, সিনিয়র টিকিট ক্লার্ক: ৮৪, সিনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট: ৭০, জুনিয়র ইঞ্জিনিয়ার পিওয়ে: ৩, জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়ার্কস: ২, জুনিয়র ইঞ্জিনিয়ার সিগন্যাল: ১, জুনিয়র ইঞ্জিনিয়ার টেলি: ২৷

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊধ্র্বসীমা ১৮-৪২ বছর, জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৭৮-১ জানুয়ারি ২০২০৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট: ম্যাট্রিকুলেশন বা সমতুল সঙ্গে আইটিআই৷

টিকিট ক্লার্ক: দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ৷

জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে ইংরেজি/ হিন্দিতে কম্পিউটারে টাইপিং৷

সিনিয়র টিকিট ক্লার্ক: ডিগ্রি বা সমতুল৷

সিনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট: ডিগ্রি সঙ্গে সঙ্গে ইংরেজি/ হিন্দিতে কম্পিউটারে টাইপিং৷

জুনিয়র ইঞ্জিনিয়ার: সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা৷

আবেদনের পদ্ধতি: www.rrcser.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২৩ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত৷

দক্ষিণ-পূর্ব রেলে ৬১৭ পদে আবেদনের সময়সীমা আবারও বাড়ল

দক্ষিণ-পূর্ব রেলে ইঞ্জিনিয়ার, ক্লার্ক পদে আবেদনের সময়সীমা বাড়ল

Exit mobile version