দক্ষিণ-পূর্ব রেলে ১৭৮৫ অ্যাপ্রেন্টিস শূন্যপদের বিন্যাস

1017
0

১) খড়গপুর ওয়ার্কশপ: ফিটার: ১০০ (অসংরক্ষিত ৫১, ওবিসি ২৭, তপশিলি জাতি ১৫, তপশিলি উপজাতি ৭)। টার্নার: ২২ (অসংরক্ষিত ১১, ওবিসি ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। ইলেক্ট্রিশিয়ান: ৮০ (অসংরক্ষিত ৪০, ওবিসি ২২, তপশিলি জাতি ১২, তপশিলি উপজাতি ৬)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৭০ (অসংরক্ষিত ৩৫, ওবিসি ১৯, তপশিলি জাতি ১০, তপশিলি উপজাতি ৬)। মেকানিক (ডিজেল): ৩৩ (অসংরক্ষিত ১৭, ওবিসি ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)। মেশিনিস্ট: ২৭ (অসংরক্ষিত ১৪, ওবিসি ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)। পেইন্টার (জি): ১৮ (অসংরক্ষিত ৯, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)। রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। এইসবের মধ্যে ১১টি শারীরিক প্রতিবন্ধী ও ১১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

২) সিগন্যাল অ্যান্ড টেলিকম (ওয়ার্কশপ)/ খড়গপুর: ইলেক্ট্রিশিয়ান: ৪৭ (অসংরক্ষিত ২৪, ওবিসি ১৩, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৩)। ইলেক্ট্রনিক্স অ্যান্ড মেকানিক: ৩৬ (অসংরক্ষিত ১৮, ওবিসি ১০, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩)। পেইন্টার (জি): ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। কেবল জয়েন্টার/ ক্রেন অপারেটর: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। এইসবের মধ্যে ৩টি শারীরিক প্রতিবন্ধী ও ৩টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

৩) ট্র্যাক মেশিন ওয়ার্কশপ/ খড়গপুর: ফিটার: ৫৪ (অসংরক্ষিত ২৭, ওবিসি ১৫, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪)। ইলেক্ট্রনিক্স অ্যান্ড মেকানিক: ৩০ (অসংরক্ষিত ১৫, ওবিসি ৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)। মেকানিক (ডিজেল): ২৫ (অসংরক্ষিত ১২, ওবিসি ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ১১ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। এইসবের মধ্যে ৪টি শারীরিক প্রতিবন্ধী ও ৪টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

৪) এসএসই (ওয়ার্কস)/ ইঞ্জিনিয়ার/ খড়গপুর: কার্পেন্টার: ১৪ (অসংরক্ষিত ৭, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। পেইন্টার: ১৪ (অসংরক্ষিত ৭, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

৫) ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো/ খড়গপুর: ফিটার: ৭০ (অসংরক্ষিত ৩৬, ওবিসি ১৯, তপশিলি জাতি ১০, তপশিলি উপজাতি ৫)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৪০ (অসংরক্ষিত ২০, ওবিসি ১১, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩)। কার্পেন্টার: ৭ (অসংরক্ষিত ৩, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। পেইন্টার: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। টার্নার: ১ (অসংরক্ষিত)। মেশিনিস্ট: ১ (অসংরক্ষিত)। এইসবের মধ্যে ৪টি শারীরিক প্রতিবন্ধী ও ৪টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

৬) ডিজেল লোকো শেড/ খড়গপুর: ফিটার: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ইলেক্ট্রিশিয়ান: ১৫ (অসংরক্ষিত ৮, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)। মেকানিক (ডিজেল): ২৩ (অসংরক্ষিত ১২, ওবিসি ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। পেইন্টার (জি): ১ (অসংরক্ষিত)। কেবল জয়েন্টার/ ক্রেন অপারেটর: ১ (অসংরক্ষিত)। কার্পেন্টার: ১ (অসংরক্ষিত)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

৭) সিনিয়র ডিইই (জি)/ খড়গপুর: ইলেক্ট্রিশিয়ান: ৩০ (অসংরক্ষিত ১৫, ওবিসি ৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)। মেকানিক (ডিজেল): ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ওয়্যারম্যান: ১৫ (অসংরক্ষিত ৮, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ওয়াইন্ডার (আরমেচার): ১২ (অসংরক্ষিত ৬, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ১৪ (অসংরক্ষিত ৭, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। লাইনম্যান: ১৫ (অসংরক্ষিত ৮, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। এইসবের মধ্যে ৩টি শারীরিক প্রতিবন্ধী ও ৩টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

৮) টিআরডি ডিপো/ ইলেক্ট্রিক্যাল/ টিপিকেআর: ইলেক্ট্রিশিয়ান: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। ফিটার: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

৯) ইএমইউ শেড/ ইলেক্ট্রিক্যাল/ টিপিকেআর: ফিটার: ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ইলেক্ট্রিশিয়ান: ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই):১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। মেশিনিস্ট: ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

১০) ইলেক্ট্রিক লোকো শেড/ সাঁতরাগাছি: ফিটার: ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ইলেক্ট্রিশিয়ান: ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৮ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। মেশিনিস্ট: ৮ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

১১) সিনিয়র ডিইই (জি)/ চক্রধরপুর: ইলেক্ট্রিশিয়ান: ৩৪ (অসংরক্ষিত ১৭, ওবিসি ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩)। মেকানিক (ডিজেল): ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ওয়্যারম্যান: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। ওয়াইন্ডার (আরমেচার): ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ১৫ (অসংরক্ষিত ৮, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। লাইনম্যান: ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। এইসবের মধ্যে ৩টি শারীরিক প্রতিবন্ধী ও ৩টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

১২) ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো/ চক্রধরপুর: ইলেক্ট্রিশিয়ান: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। ফিটার: ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

১৩) ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো/ চক্রধরপুর: ফিটার: ৪০ (অসংরক্ষিত ২০, ওবিসি ১১, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। কার্পেন্টার: ১ (অসংরক্ষিত)। মেশিনিস্ট: ১ (অসংরক্ষিত)। পেইন্টার: ১ (অসংরক্ষিত)। টার্নার: ১ (অসংরক্ষিত)। ট্রিমার: ১ (অসংরক্ষিত)। এইসবের মধ্যে ২টি শারীরিক প্রতিবন্ধী ও ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

১৪) ইলেক্ট্রিক লোকো শেড/ টাটা: ফিটার: ২৫ (অসংরক্ষিত ১৩, ওবিসি ৬, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)। ইলেক্ট্রিশিয়ান: ২২ (অসংরক্ষিত ১১, ওবিসি ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ১৫ (অসংরক্ষিত ৮, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। মেশিনিস্ট: ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। এইসবের মধ্যে ২টি শারীরিক প্রতিবন্ধী ও ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

১৫) ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ/ এসআইএনআই: ফিটার: ৩০ (অসংরক্ষিত ১৫, ওবিসি ৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)। টার্নার: ৫ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ইলেক্ট্রিশিয়ান: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৩০ (অসংরক্ষিত ১৫, ওবিসি ৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)। মেশিনিস্ট: ৫ (অসংরক্ষিত ৩, এবিসি ১, তপশিলি জাতি ১)। এমএমটিএম (মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স) : ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ফোর্জার অ্যান্ড হিট ট্রিটার: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। এইসবের মধ্যে ৩টি শারীরিক প্রতিবন্ধী ও ৩টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

১৬) ট্র্যাক মেশিন ওয়ার্কশপ/ এসআইএনআই: ফিটার: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ইলেক্ট্রিশিয়ান: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)।

১৭) এসএসই (ওয়ার্কস)/ ইঞ্জিনিয়ার/ চক্রধরপুর: কার্পেন্টার: ১৩ (অসংরক্ষিত ৬, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। পেইন্টার: ১৩ (অসংরক্ষিত ৬, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

১৮) ইলেক্ট্রিক লোকো শেড/ বন্ডামুন্ডা: ফিটার: ১৫ (অসংরক্ষিত ৮, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ইলেক্ট্রিশিয়ান:  ১৫ (অসংরক্ষিত ৮, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। মেশিনিস্ট: ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

১৯) ডিজেল লোকো শেড/ বন্ডামুন্ডা: ফিটার: ৩২ (অসংরক্ষিত ১৬, ওবিসি ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)। ইলেক্ট্রিশিয়ান: ১৬ (অসংরক্ষিত ৯, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ১ (অসংরক্ষিত)। মেকানিক (ডিজেল): ১ (অসংরক্ষিত)। পেইন্টার (জি): ১ (অসংরক্ষিত)। কার্পেন্টার: ১ (অসংরক্ষিত)। এইসবের মধ্যে ২টি শারীরিক প্রতিবন্ধী ও ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

২০) সিনিয়র ডিইই (জি)/ আদ্রা: ইলেক্ট্রিশিয়ান: ১২ (অসংরক্ষিত ৬, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। মেকানিক (ডিজেল): ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। ওয়্যারম্যান: ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ওয়াইন্ডার: ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)। রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। লাইনম্যান: ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

২১) ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো/ আদ্রা: ফিটার: ৪০ (অসংরক্ষিত ২০, ওবিসি ১১, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। পেইন্টার: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। কার্পেন্টার: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। মেশিনিস্ট: ১ (অসংরক্ষিত)। এইসবের মধ্যে ২টি শারীরিক প্রতিবন্ধী ও ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

২২) ডিজেল লোকো শেড/ বিকেএসসি: ফিটার: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ইলেক্ট্রিশিয়ান: ৬ (অসংরক্ষিত ৩, ওবিসি ২, তপশিলি জাতি ১)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। মেকানিক (ডিজেল): ১২ (অসংরক্ষিত ৬, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

২৩) টিআরডি ডিপো/ ইলেক্ট্রিক্যাল/ আদ্রা: ইলেক্ট্রিশিয়ান: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)। ফিটার: ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)।  এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

২৪) ইলেক্ট্রিক লোকো শেড/ বিকেএসসি: ফিটার: ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ইলেক্ট্রিশিয়ান: ৯ (অসংরক্ষিত ৪, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৮ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। মেশিনিস্ট: ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

২৫) ফ্ল্যাশ বাট ওয়েল্ডিং প্ল্যান্ট/ ঝাড়সুগুডা: ফিটার: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। টার্নার: ৬ (অসংরক্ষিত ৩, ওবিসি ২, তপশিলি জাতি ১)। ইলেক্ট্রিশিয়ান: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। এমএমটিএম: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। পেই্র্টার (জি): ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)।

এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

২৬) এসএসই (ওয়ার্কস)/ইঞ্জিনিয়ার/ আদ্রা: কার্পেন্টার: ১২ (অসংরক্ষিত ৬, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। পেইন্টার: ১২ (অসংরক্ষিত ৬, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

২৭) ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো/ রাঁচি: ফিটার: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। ওয়েল্ডার: ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

২৮) সিনিয়র ডিইই (জি)/ রাঁচি: ইলেক্ট্রিশিয়ান: ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। মেকানিক (ডিজেল): ১ (অসংরক্ষিত)। ওয়্যারম্যান: ৬ (অসংরক্ষিত ৩, ওবিসি ২, তপশিলি জাতি ১)। ওয়াইন্ডার: ৬ (অসংরক্ষিত ৩, ওবিসি ২, তপশিলি জাতি ১)। রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। লাইনম্যান: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

২৯) টিআরডি ডিপো/ ইলেক্ট্রিক্যাল/ রাঁচি: ইলেক্ট্রিশিয়ান: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)? ফিটার: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)।

৩০) কার্পেন্টার: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)।  পেইন্টার: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)।