দক্ষিণ-মধ্য রেলে ৪১০৩ অ্যাপ্রেন্টিস

698
0
Railway Apprentice 2023

দক্ষিণ-মধ্য রেলে ৪১০৩ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: SCR/P-HQ/111/Act.App/2019.

শূন্যপদের বিন্যাস: এসি মেকানিক: ২৪৯ (অসংরক্ষিত ১০৫, তপশিলি জাতি ৩৬, তপশিলি উপজাতি ১৮, ওবিসি ৬৬, ইডব্লুএস ২৪)। কার্পেন্টার: ১৬ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ১)। ডিজেল মেকানিক: ৬৪০ (অসংরক্ষিত ২৬২, তপশিলি জাতি ৯৫, তপশিলি উপজাতি ৪৮, ওবিসি ১৭২, ইডব্লুএস ৬৩)। ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স: ১৮ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ১)। ইলেক্ট্রিশিয়ান: ৮৭১ (অসংরক্ষিত ৩৫৪, তপশিলি জাতি ১৩০, তপশিলি উপজাতি ৬৫, ওবিসি ২৩৫, ইডব্লুএস ৮৭)। ইলেক্ট্রনিক মেকানিক: ১০২ (অসংরক্ষিত ৪৩, তপশিলি জাতি ১৫, তপশিলি উপজাতি ৭, ওবিসি ২৭, ইডব্লুএস ১০)। ফিটার: ১৪৬০ (অসংরক্ষিত ৫৯৪, তপশিলি জাতি ২১৮, তপশিলি উপজাতি ১০৯, ওবিসি ৩৯৪, ইডব্লুএস ১৪৫)। মেশিনিস্ট: ৭৪ (অসংরক্ষিত ৩২, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ৫, ওবিসি ১৯, ইডব্লুএস ৭)। এমএমডব্লু: ২৪ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৬, ইডব্লুএস ২)। এমএমটিএম: ১২ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ১, ওবিসি ৩, তপশিলি উপজাতি ১)। পেইন্টার: ৪০ (অসংরক্ষিত ১৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১০, ইডব্লুএস ৩)। ওয়েল্ডার: ৫৯৭ (অসংরক্ষিত ২৪৩, তপশিলি জাতি ৮৯, তপশিলি উপজাতি ৪৪, ওবিসি ১৬১, ইডব্লুএস ৬০)।

বয়সসীমা: ৮ ডিসেম্বর ২০১৯ তারিখে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/ এসসিভিটির আইটিআই। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৯ নভেম্বর ২০১৯ তারিখের মধ্যে।

আবেদনের ফি: ১০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং বা এসবিআই ইউপিআই-এর মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: http://scr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। সরাসরি http://104.211.221.149/step00.php  লিঙ্কে গিয়েও আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৮ ডিসেম্বর রাত সাড়ে এগারোটা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে। http://104.211.221.149/Act_App_Notification09112019.pdf  লিঙ্কে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

যে সমস্ত ইউনিটে নিয়োগ করা হবে সেগুলি হল: ১) ক্যারেজ ওয়ার্কশপ/ লাল্লাগুড়া, ২) এসঅ্যান্ডটি ওয়ার্কশপ/ মেট্টুগুড়া, ৩) ডিজেল লোকা শেড/ কাজিপেট, ৪) ইলেক্ট্রিক লোকো শেড/ কাজিপেট, ৫) ইলেক্ট্রিক লোকো শেড/ লাল্লাগুড়া, ৬) ইলেক্ট্রিক্যাল টিআরডি, সেকেন্দ্রাবাদ, ৭) ইলেক্ট্রিক মেন্টেন্যান্স/ লাল্লাগুড়া, ৮) সিঅ্যান্ডডব্লু ডিপো/ সেকেন্দ্রাবাদ/ কাজিপেত, ৯) ডিজেল লোকো শেড/ মৌলালি, ১০) এমইএমইউ কার শেড/ মৌলালি, ১১) সিঅ্যান্ডডব্লু ডিপো/কাচিগুডা, ১২) ওয়াগন ওয়ার্কশপ/ গুন্টুপল্লি, ১৩) ডিজেল লোকো শেড/ বিজয়ওয়াড়া, ১৪) ইলেক্ট্রিক লোকো শেড/ বিজয়ওয়াড়া, ১৫) ইলেক্ট্রিক্যাল টিআরডি/ বিজয়ওয়াড়া, ১৬) ইলেক্ট্রিক মেন্টেন্যান্স/ বিজয়ওয়াড়া, ১৭) এমইএমইউ কার শেড, রাজামুন্ড্রি, ১৮) সিঅ্যান্ডডব্লু ডিপো/ বিজয়ওয়াড়া, ১৯) সিআরএস/ তিরুপতি, ২০) ডিজেল শেড/ গুন্টাকাল, ২১) ডিজেল শেড/ গুটি, ২২) সিঅ্যান্ডডব্লু ডিপো/ গুন্টাকাল, ২৩) সিঅ্যান্ডডব্লু ডিপো/ বিওএক্সএন/ গুটি, ২৪) সিঅ্যান্ডডব্লু ডিপো/ তিরুপতি, ২৫) ইলেক্ট্রিক্যাল টিআরডি, গুন্টাকাল, ২৬) সিঅ্যান্ডডব্লু ডিপো/ নান্দেদ, ২৭) ডিঅ্যান্ডডব্লু ডিপো/ পুর্ণা।