দক্ষিণ ২৪ পরগনায় কন্যাশ্রী প্রকল্পে ডেটা ম্যানেজার

989
0

দক্ষিণ ২৪ পরগনা জেলায় কন্যাশ্রী প্রকল্পের একাধিক মহকুমা ও ব্লকে ডেটা ম্যানেজার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিন বছরের চুক্তির ভিত্তিতে নেওয়া হবে। বিজ্ঞপ্তি নম্বর: SWD (S24P)/238, Date: 23.02.2018

শূন্যপদ: কাকদ্বীপ মহকুমায় ১, কাকদ্বীপ ব্লকে ১, ডায়মন্ড হারবার-২ ব্লকে ১, মগরাহাট-২ ব্লকে ১, বারুইপুর ব্লকে ১, সাগর ব্লকে ১ টি পদে নিয়োগ করা হবে।

যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে-কোনো শাখায় স্নাতক। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট এবং কম্পিউটারে ৩০টি শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড লাগবে।  এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। যে ব্লক বা মহকুমার জন্য আবেদন করবেন, সেই এলাকার বাসিন্দা হতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৮ অনুযায়ী ১৮ থেকে ৩৭ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

বেতন: মাসিক বেতন মোট ১১ হাজার টাকা।

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ ১১ মার্চ, ২০১৮।

পরীক্ষা: প্রার্থীদের ৮০ নম্বরের এমসিকিউ ধাঁচে লিখিত পরীক্ষা এবং সফল হলে ২০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। নেগেটিভ মার্কিং থাকবে না।

অনলাইনে আবেদনের লিঙ্ক: http://s24pgs.gov.in/kanya/application/online_application_forms.php