Site icon জীবিকা দিশারী

দক্ষিণ ২৪ পরগনায় ৩৬ ডেটা এন্ট্রি অপারেটর, অ্যাকাউন্ট্যান্ট

data entry operator recruitment

দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসকের অধীনে ৪ জন অ্যাকাউন্ট্যান্ট ও ৩২ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে রূপশ্রী প্রকল্পে, ১ বছরের চুক্তির ভিত্তিতে। বিজ্ঞপ্তি নং 294/SWD (S24P) Dated 28 February 2019. ওই জেলার স্থায়ী বাসিন্দারা নিচের মতো যোগ্যতা ইত্যাদি থাকলে আবেদন করতে পারেন। আবেদন করতে হবে অনলাইনে, ১০ মার্চের মধ্যে।

শূন্যপদের বণ্টন: মোট শূন্যপদের মধ্যে অ্যাকাউন্ট্যান্ট তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, সাধারণ (ইসি) ১, সাধারণ ১। ডিইও ওবিসি এ ২, ওবিসি এ ইসি ১, ওবিসি বি ২, ওবিসি বি ইসি ১, তপশিলি জাতি ৫, তপঃ জাঃ ইসি ২, তপঃ জাঃ প্রাক্তন সমরকর্মী ১, তপশিলি উপজাতি ২, সাধারণ (ইসি) ৫, সাধারণ ৯, সাধারণ প্রতিবন্ধী ১, সাধারণ প্রাক্তন সমরকর্মী ১।

যোগ্যতা (১ মার্চের আগে সম্পূর্ণ হতে হবে): অ্যাকাউন্ট্যান্ট: কমার্স নিয়ে অনার্স গ্র্যাজুয়েট, এমএস অফিস সহ কম্পিউটারের কাজ চালানোর মতো জ্ঞান এবং স্প্রেডশিট-ট্যালি-প্রেজেন্টেশনের কাজ চালানোর মতো জ্ঞান থাকা দরকার। সরকারি ক্ষেত্রে বা এনজিওতে অনুরূপ কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ডেটা এন্ট্রি অপারেটর: যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট। এমএস অফিস সহ কম্পিউটারের কাজ চালানোর মতো জ্ঞান থাকা দরকার। ৩০টি শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড থাকতে হবে। সরকারি ক্ষেত্রে বা এনজিওতে অন্তত ১ বছরের অনুরূপ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:  ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর। অবসরপ্রাপ্তরা ৬৪ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য। তপশিলি প্রভৃতি প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন: অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য মাসে মোট ১৫ হাজার টাকা, ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য মাসে মোট ১১ হাজার টাকা।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে, আগামী ১০ মার্চ বিকেল ৫টার মধ্যে। একজন কেবল একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। নিজের সাম্প্রতিক ফটো (১০-২০ কেবি, ১২৮x৯৯ পিক্সেল)  ও সাদা কাগজে স্বাভাবিক সই (১০-২০ কেবি, ৫০x২০০ পিক্সেল) স্ক্যান করে রাখতে হবে আপলোড করার জন্য। প্রার্থী বাছাই পরীক্ষার সিলেবাস সহ বিস্তারিত নির্দেশ সহ পুরো বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://s24pgs.gov.in/pdf/recruitment/295_rpsree.pdf

আবেদন করতে পারবেন এই পেজের লিঙ্কে: http://s24pgs.gov.in/rupsree/application/appindex.html

আবেদন করতে কোনো রকম সমস্যা হলে অফিসের সময়ের মধ্যে ফোন করতে পারেন এই হেল্প লাইনে: 03324792206.

Exit mobile version