দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর দিনাজপুরের ২ স্কুলে চাকরি

786
0

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি

৩০ জুন ২০২০ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস বিএড (অসংরক্ষিত) অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President, Bhangore Balika Vidyalaya, PO & PS Bhangore, South 24 Pgs, Pin743502.

 

উত্তর দিনাজপুরের স্কুলে চাকরি

২৭ জুন ২০২০ পর্যন্ত লিয়েন ভ্যাকান্সিতে ওয়ার্ক এডুকেশনে বিএ পাস টিচার চাই। বিএড/ বিটি থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স নিয়ে ৪ সেপ্টেম্বর ২০১৯ সকাল ১১টায় সরাসরি উপস্থিত হতে হবে। ঠিকানা: Bhatingram M.N.I. High Madrasah (HS), PO Durlovpur, Itahar, Dist Uttar Dinajpur.