দক্ষিণ ২৪ পরগনা ও কোচবিহারের চার স্কুল আর পূর্ব বর্ধমানের কলেজে চাকরি

565
0
Jela School Teacher Recruit

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি
  • ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে জিওগ্রাফি সহ বিএ পাস বিএড তপশিলি জাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৩০ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Chaltaberia High School (HS), PO Chaltaberia, South 24 Pgs, Pin-743337.
  • ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে তিনজন ট্রেনিংপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) বিএসসি পাস (বায়ো সায়েন্স সহ) অসংরক্ষিত। ২) বিএ পাস (ইংরেজি সহ) তপশিলি জাতি। ৩) বিএ পাস (ইতিহাস সহ), ওবিসি বি। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৩০ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Canning David Sassoon High School (HS), Canning Town, 24 Pgs (S), Pin-743329.
  • ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে তিনজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস, বিএড অসংরক্ষিত। ২) কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস, বিএড ওবিসি এ। ৩) বিএসসি পাস (জিও), বিএড অসংরক্ষিত। যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স সহ ৩০ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Rajnagar Biswambhar High School (Hs), PO Rajnagar Biswambhar, PS Namkhana, Dist 24 Pgs (S), Pin-743357. মোবাইল নম্বর: ৯৯৩৩১৩৪৮৯০।
কোচবিহারের স্কুলে চাকরি
  • ১৪ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত ম্যাটারনিটি লিভ ভ্যাকান্সিতে কম্বিনেশনে জিওগ্রাফি সহ স্নাতক, অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৩০ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President, Dewanganj High School (BM), Vill 16 No Jangalbosh, PO Dewanganj, PS Haldibari, Dist Coochbehar, Pin-735122.
পূর্ব বর্ধমানের কলেজে চাকরি

ইউজিসি নির্ধারিত যোগ্যতায় সংস্কৃত এবং এডুকেশনে দুজন গেস্ট টিচার নিয়োগ করা হবে। বায়োডেটা সহ সাধারণ ডাকে ২৭ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Principal, Dasarathi Hazra Memorial College, Bhatar, Purba Bardhaman.