দক্ষিণ ২৪ পরগনা ও কোচবিহারের ৩ স্কুলে চাকরি

829
0
Jela School Teacher Recruit

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি

২ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত মেটারিনিটি লিভ ভ্যাকান্সিতে এডুকেশনে এমএ ওবিসি-বি মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। বিএড থাকলে অগ্রাধিকার। বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত জেরক্স সহ ৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President, Dhamua Balika Vidyalaya (HS), Vill & PO Dhamua, PS Magrahat, Dist South 24 Pgs. ফোন নম্বর: ০৩২১৮-২৪০৮৭৭.

 

কোচবিহারের স্কুলে চাকরি

২৮ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে জীবনবিজ্ঞানে স্নাতক ওবিসি-বি সহশিক্ষিকা চাই। বিএড থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট জেরক্স সহ ৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয় (উঃমাঃ), পোঃ মেখলিগঞ্জ, জেলা কোচবিহার, পিন-৭৩৫৩০৪।

 

দুজন মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) সোশিওলজিতে এমএ অসংরক্ষিত, ২) সংস্কৃতে এমএ ওবিসি-এ। দুক্ষেত্রেই ট্রেনিং থাকলে অগ্রাধিকার। বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: Dinhata Girls’ High School, PO Dinhata, Dist Coochbehar.