দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ার ৪ স্কুলে চাকরি

660
1
Teacher Recruitment

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি
  1. ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে দুজন সহশিক্ষক/ শিক্ষিকা চাই। ১) বিএ ইংরেজি সহ, বিএড, অসংরক্ষিত। ২) বিএসসি (পিওর) বিএড, অসংরক্ষিত। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২০ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: দোনা বুধা হাই স্কুল, পোঃ গোপালপুরহাট, থানা ফলতা, দক্ষিণ ২৪ পরগনা, পিন-৭৪৩৫০৪।
  2. ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে বাংলা সহ বিএ পাস বিএড তপশিলি জাতি শিক্ষক/ শিক্ষিকা চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২০ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, বালিয়াড়া কিশোর হাই স্কুল (উঃমাঃ), গ্রাম+পোঃ বালিয়াড়া, থানা ফ্রেজারগঞ্জ কোস্টাল, জেলা দক্ষিণ ২৪ পরগনা, পিন-৭৪৩৩৫৭।
হাওড়ার স্কুলে চাকরি
  1. ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে বাংলা সহ বিএ পাস বিএড তপশিলি জাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২০ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Srikrishnapur Cittaranjan High School, PO Kulgachia, Dt Howrah, Pin-711306.
  2. ডেপুটেড ভ্যাকান্সিতে দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) বিএসসি (পাস) বায়োসায়েন্স বিএড তপশিলি জাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ২) কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস বিএড অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২০ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Headmaster, Birshibpur Shiksha Niketan High School (HS), Vill+PO Birshibpur, Howrah-711316. মোবাইল নম্বর: ৯৮৩১০৬৯৭৫৭।