Site icon জীবিকা দিশারী

দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১৯২ আশা কর্মী নিয়োগ

Asha Worker Recruitment 2023

দক্ষিণ ২৪ পরগনা জেলায় তিনটি মহকুমার একাধিক ব্লকে ১৯২ জন আশা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– C.M.O.H (SPG) 478, Date : 16/01/2020.

শূন্যপদ বিষ্ণুপুর-১ ব্লকে ৯, বিষ্ণুপুর-২ ব্লকে ২, বজবজ-১ ব্লকে ৬, বজবজ-২ ব্লকে ৩, ঠাকুরপুকুর মহেশতলা ব্লকে ৬, বারুইপুর ব্লকে ৯, ভাঙ্গর-১ ব্লকে ১৩, ভাঙ্গর-২ ব্লকে ৪,  জয়নগর-১ ব্লকে ৩, জয়নগর-২ ব্লকে ৩, কুলতলী  ব্লকে ১৮, সোনারপুর ব্লকে ৩৮, বাসন্তী ব্লকে ৪৪,  ক্যানিং-১ ব্লকে ৮, ক্যানিং-২ ব্লকে ১৬, গোসাবা ব্লকে ১০ জন আশা কর্মী নিয়োগ হবে।

যোগ্যতা বিবাহিতা / বিধবা / বিবাহ বিচ্ছিন্না মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট গ্রাম/স্থানের বাসিন্দা হতে হবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা (অনুর্ত্তীর্ণ প্রার্থীরাও) আবেদন করতে পারবেন। স্বনির্ভরগোষ্ঠীর গ্রেড ওয়ান ১ বা গ্রেড ২ সদস্য , প্রশিক্ষণপ্রাপ্তরা এবং লিংক ওয়ার্কাররা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা ১ জানুয়ারি, ২০২০ তারিখ অনুযায়ী ২০ থেকে ৪০ বছরের মধ্যে। এসসি / এসটি শ্রেণির প্রার্থীদের জন্য ২৮ থেকে ৪০ বছর।

আবেদন—  আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটার  মধ্যে  আবেদন জমা করতে হবে নির্ধারিত বয়ানে। আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথির কপি, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, ৫ টাকার স্ট্যাম্প লাগানো ও নিজের ঠিকানা লেখা খাম, সাম্প্রতিক ভোটার তালিকার বর্তমান অংশ নম্বর ও ক্রমিক নম্বর সহ প্রত্যয়িত কপি দিতে হবে। নিজের নাম, ঠিকানা, প্রার্থিত পদ ও স্থান উল্লেখ করে মুখ বন্ধ খামে স্পিড/রেজিস্টার্ড পোস্টে আবেদন পাঠাতে হবে। সংশ্লিষ্ট বিডিওর অফিসে গিয়েও আবেদন জমা করে আসা যেতে পারে।

ব্লকওয়াড়ি শূন্যপদের তালিকা, আবেদন পাঠাবার ঠিকানা ইত্যাদি দেখা যাবে নিচের লিঙ্কে মূল বিজ্ঞপ্তিতে।

মূল বিজ্ঞপ্তির ও আবেদনপত্রের নমুনা ডাউনলোডের লিঙ্কhttps://www.wbhealth.gov.in/uploaded_files/careers/ASHA_Selection_Notification_2020.pdf

 

 

South 24 Parganas, South 24 Parganas Govt Job

Exit mobile version