দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হুগলি ও কোচবিহারের স্কুলে চাকরি

2942
0
Teacher Recruitment

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি

আগামী ৩০ জুন পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস বিএড অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Sitarampur G-Plot Milan Vidyaniketan, PO Indrapur, PS Patharpratima, South 24 Pgs, PIN-743371. মোবাইল নম্বর: ৯৭৩৩৯৪৭২৭২।

 

ঝাড়গ্রামের স্কুলে চাকরি

শর্ট টার্ম মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে বিএসসি পাস (ম্যাথমেটিক্স), বিএড তপশিলি জাতি মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Ramgarh Jr High Girls’ School, PO Ramgarh, Dist Jhargram.

 

হুগলির স্কুলে চাকরি

আগামী ৩০ জুন পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কেমিস্ট্রিতে (অনার্স/ পিজি) তপশিলি উপজাতি শিক্ষক/ শিক্ষিকা চাই। বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদি সহ আগামী ৫ মার্চের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, বৈদ্যবাটী বিদ্যানিকেতন হাইস্কুল, রাজাবাগান, বৈদ্যবাটী, হুগলি, পিন-৭১২২২২। ফোন নম্বর: ৯৪৩৩১২৮১৮৮।

 

কোচবিহারের স্কুলে চাকরি

আগামী ৩০ জুন পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ স্নাতক ওবিসি বি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদি সহ আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Falimary High School, PO Uttar Falimari, Dt Coochbehar, PIN-736131.