দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি
- ২৯ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত ম্যাটারনিটি লিভ ভ্যাকান্সিতে কম্পিউটার অ্যাপ্লিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট প্রত্যয়িত জেরক্স সহ ১ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Khanrapara High School, PO Khari, PS Raidighi, 24 Pgs (S), Pin 743349.
- ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে বায়ো পাস (তপশিলি উপজাতি) বিএড অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Sitarampur G Plot Milan Vidyaniketan, Vill+PO Indrapur, Patharpratima, 24 Pgs (S), 743371. মোবাইল নম্বর: ৯৫৬৪১৩২১৯৬।
মালদার স্কুলে চাকরি
২৩ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত পার্টটাইম/ লিভ ভ্যাকান্সিতে ইংরেজিতে অনার্স/ পিজি বিএড অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Osmania High Madrasah, PO Mangalbari, Dist Malda, Pin 732142.
মুর্শিদাবাদের স্কুলে চাকরি
৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে ভূগোলের (বিএ), অসংরক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত সহশিক্ষিকা চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: মির্জাপুর ডঃ জে. এন. এস. বালিকা বিদ্যালয় পোঃ গণকর, জেলা মুর্শিদাবাদ, পিন ৭৪২২২৭।
হাওড়ার স্কুলে চাকরি
ডেপুটেশন ভ্যাকান্সিতে এডুকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ওবিসি বি শিক্ষিকা চাই। যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সহ ১ ডিসেম্বর ২০১৮ তারিখ সকাল ১১টায় সরাসরি উপস্থিত হতে হবে। ঠিকানা: সালকিয়া মৃগেন্দ্র দত্ত স্মৃতি বালিকা বিদ্যাপীঠ, ৩০৯, ৩০৯/২, জি.টি.রোড, সালকিয়া, হাওড়া ৭১১১০৬। ফোন নম্বর: ২৬৫৫৪৫০১।