দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদা ও কোচবিহারের ৪ স্কুলে চাকরি

933
0
Jela School Recruit

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি

ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে বাংলা সহ বিএ পাস বিএড ওবিসি-এ অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদি সহ আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Jhapberia High School (HS), PO Mallik Protap, PS Mandirbazar, South 24 Pgs, Pin-743355. মোবাইল নম্বর: ৭০০১৯৪৩৯২৫।

 

মুর্শিদাবাদের স্কুলে চাকরি

লিভ ভ্যাকান্সিতে জিওগ্রাফিতে বিএ/ বিএসসি পাস তপশিলি উপজাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: মির্জাপুর ডঃ জে.এন.এস. বালিকা বিদ্যালয়, পোঃ গণকর, মুর্শিদাবাদ, পিন-৭৪২২২৭।

 

মালদার স্কুলে চাকরি

মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে বিএসসি (লাইফ সায়েন্স) বিএড অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: Battala Adarsha High Madrasah, PO Bhado, PS Ratua, Dist Malda, Pin-732139.

 

কোচবিহারের স্কুলে চাকরি

আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মেটারিনিটি লিভ ভ্যাকান্সিতে এডুকেশনে এমএ তপশিলি জাতি মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। বিএড থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদি সহ আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Sri Ramkrishna Balika Bidyalaya, PO Nilkuthi, Coochbehar-736156.