দার্জিলিং জেলা আদালতে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – 103/E, Dated: 22nd April, 2019। গ্রুপ ডি পদের জন্য স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন না। বাইরের রাজ্যের প্রার্থীদের জেনারেল ক্যাটেগরি হিসাবে গণ্য করা হবে।
শূন্যপদ: লোয়ার ডিভিশন ক্লার্ক ৩১ (এসসি ৪, অসংরক্ষিত ৮, অসংরক্ষিত ইসি ৫, এসটি ২, এসসি এক্স-সার্ভিসম্যান ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ২, ওবিসি-এ ইসি ১, অসংরক্ষিত পিডব্লিউডি ১, এসসি ইসি ২, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১, ওবিসি-বি ইসি ১, এসসি এক্স-সার্ভিসম্যান ১) ;
প্রসেস সার্ভার ৫ (এসসি ১, অসংরক্ষিত ২, অসংরক্ষিত ইসি ১, এসটি ১)
নাইট গার্ড, ফরাস, কর্মবন্ধু ১৮ টি পদ (এসসি ৪, এসটি ১, অসংরক্ষিত ৩, ওবিসি-এ ১ ) পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
লোয়ার ডিভিশন ক্লার্ক: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ। কম্পিউটার জানা থাকতে হবে।
প্রসেস সার্ভার: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ ও কম্পিউটার জানা থাকতে হবে।
নাইট গার্ড/ফরাস/কর্মবন্ধু: অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতনক্রম:
এলডিসি পে ব্যান্ড ২ অনুযায়ী ৫,৪০০-২৫,২০০ + গ্রেড পে ২৬০০ টাকা।
প্রসেস সার্ভার পে ব্যান্ড ২ অনুযায়ী ৫,৪০০-২৫,২০০ + গ্রেড পে ২৩০০ টাকা।
গ্রুপ ডি পে ব্যান্ড ১ অনুযায়ী ৪,৯০০-১৬,২০০ + গ্রেড পে ১৭০০ টাকা।
আবেদন: অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ ২২ মে, ২০১৯। একজন প্রার্থী একটি ক্যাটেগরিতে একটি পদের জন্য কেবল আবেদন করতে পারবেন।
আবেদন ফি: এলডিসি পদের জন্য জেনারেল ৪০০ টাকা, এসসি/এসটি/ওবিসিদের ২৫০ টাকা। বাকি পদগুলির জন্য জেনারেল প্রার্থীদের ৩০০ টাকা, এসসি/এসটি/ওবিসিদের ২০০ টাকা। ট্র্যানজাকশন চার্জ অতিরিক্ত।
পরীক্ষা পদ্ধতি:
এলডিসি: ফেজ ১ লিখিত পরীক্ষা ২০০ নম্বর, ফেজ ২ কম্পিউটার টেস্ট ৭৫ নম্বর, ফেজ ৩ পার্সোন্যাল ইন্টারভিউ ২৫ নম্বরের।
প্রসেস সার্ভার: ফেজ ১ লিখিত পরীক্ষা ২০০ নম্বর, ফেজ ২ কম্পিউটার টেস্ট ৭৫ নম্বর, ফেজ ৩ পার্সোন্যাল ইন্টারভিউ ২৫।
নাইট গার্ড/ফরাস/কর্মবন্ধু: ফেজ ১ লিখিত পরীক্ষা ৭৫ নম্বর, ফেজ ২ ইন্টারভিউ ২৫।
আবেদনের লিঙ্ক: https://districts.ecourts.gov.in/darjeeling
Darjeeling Job, Darjeeling District Court, WB Jobs