দিল্লিতে ৫০ ডেটা এন্ট্রি অপারেটর

1184
0
Central Government Job, Central Government Employment,

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড -এর মাধ্যমে দিল্লিতে বিভিন্ন সরকারি অফিসের জন্য ৫০ জন  ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– BECIL/HR/DDA/Advt.2019/48, Dated: 17.12.2019

যোগ্যতা: স্নাতক / দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ (বেতনক্রম ভিন্ন)। কম্পিউটারে ইংরেজি বা হিন্দিতে ৩৫টি শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড থাকতে হবে।

বেতনক্রম: স্নাতক হলে ১৯৫৭২ টাকা ও দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলে ১৭৯৯১ টাকা।

আবেদন: আবেদন পত্রের বয়ান ওয়েবসাট থেকে ডাউনলোড করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের নিজের অ্যাটেস্টেড কপি ও দুটি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। আবেদন পত্রের সঙ্গে আবেদনের ফি হিসাবে ডিমান্ড ড্রাফট দিতে হবে। সমস্ত কিছু পৌঁছোতে হবে ৭ জানুয়ারি, ২০২০-র মধ্যে।

আবেদন ফি: ৫০০ টাকা (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ২৫০ টাকা)। ড্রাফট হবে– “BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED” -এর অনুকূলে, Payable at New Delhi.

আবেদন পাঠানোর ঠিকানা: BECIL’s Corporate Office, BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307

পুরো বিজ্ঞপ্তি সহ আবেদনপত্রের বয়ান ডাউনলোডের ওয়েবসাইট – www.becil.com

 

 

Central Government Job, Central Government Employment,