দিল্লিতে ৬২৯ অফিসার, স্টেনোগ্রাফার, মালি

851
0

দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির অধীন দপ্তরগুলিতে ৬২৯ জন ডেপুটি ডিরেক্টর (সিস্টেম), ডেপুটি ডিরেক্টর (প্ল্যানিং), অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (সিস্টেম), অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্ল্যানিং), অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট, প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, সেকশনাল অফিসার, সার্ভেয়র, স্টেনোগ্রাফার গ্রেড ডি, পাটওয়ারি, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ও মালি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: 01/2020/Rectt.Cell/Pers/DDA.

শূন্যপদ: ডেপুটি ডিরেক্টর (সিস্টেম): ২ (অসংরক্ষিত)। ডেপুটি ডিরেক্টর (প্ল্যানিং): ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১)। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (সিস্টেম): ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্ল্যানিং): ৫ (অসংরক্ষিত ২, ইডব্লুএস ১, ওবিসি ২)। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার: ১১ (অসংরক্ষিত ৫, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, ওবিসি ৪)। আর্কিটেরচারাল অ্যাসিস্ট্যান্ট: ৮ (অসংরক্ষিত ৪, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, ওবিসি ২)। প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট: ১। সেকশনাল অফিসার (হর্টিকালচার): ৪৮ (অসংরক্ষিত ২১, ইডব্লুএস ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৬, ওবিসি ১৪)। সার্ভেয়র: ১১ (তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ওবিসি ৬)। স্টেনোগ্রাফার গ্রেড ডি: ১০০ (অসংরক্ষিত ৪৪, ইডব্লুএস ১০, তপশিলি জাতি ১৫, ওবিসি ৩১) পাটওয়ারি: ৪৪ (অসংরক্ষিত ২৪. ইডব্লুএস ২, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৯)। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: ২৯২ (অসংরক্ষিত ১২১, ইডব্লুএস ২৯, তপশিলি জাতি ৪৩, তপশিলি উপজাতি ২১, ওবিসি ৭৮)। মালি: ১০০ (অসংরক্ষিত ৪১, ইডব্লুএস ১০, তপশিলি জাতি ১৫, তপশিলি উপজাতি ৭, ওবিসি ২৭)।

আবেদনের পদ্ধতি: www.dda.org.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে আগামী ২৩ মার্চ সকাল ১০টা থেকে ২২ এপ্রিল পর্যন্ত। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য আগামী ২৩ মার্চ থেকে ওয়েবসাইট থেকে জানা যাবে।