কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন দিল্লি পাবলিক লাইব্রেরিতে ৩১ জন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ (লাইব্রেরি), আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ (জেনারেল) ও মোটর ড্রাইভার নিয়োগ করা হবে।
শূন্যপদ: লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: ৬ (অসংরক্ষিত ২, ইডব্লুএস ১, ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। লাইব্রেরি ক্লার্ক: ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)। মাল্টি টাস্কিং স্টাফ (লাইব্রেরি): ১২ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ৬)। আপার ডিভিশন ক্লার্ক: ৩ (অসংরক্ষিত)। লোয়ার ডিভিশন ক্লার্ক: ৩ (অসংরক্ষিত)। মাল্টি টাস্কিং স্টাফ (জেনারেল) চৌকিদার: ২ (তপশিলি জাতি ১, ইডব্লুএস ১)। মোটর ড্রাইভার (অর্ডিনারি গ্রেড): ১ (অসংরক্ষিত)। বেতনক্রম: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি পদে লেভেল ৬ অনুযায়ী ৩৫৪০০-১১২৪০০ টাকা। লাইব্রেরি ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক ও মোটর ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) পদে লেভেল ২ অনুযায়ী ১৯৯০০-৬৩২০০ টাকা। আপার ডিভিশন ক্লার্ক পদে লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা। মাল্টি টাস্কিং স্টাফ (লাইব্রেরি, চৌকিদার) পদে লেভেল ১ অনুযায়ী ১৮০০০-৫৬৯০০ টাকা।
আবেদনের ফি: ৩০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতিদের ১৫০ টাকা। পোস্টাল অর্ডার/ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে। পোস্টাল অর্ডার/ ডিমান্ড ড্রাফট কাটতে হবে ‘Secretary, Delhi Library Board’-এর অনুকূলে।
আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশ মতো। আবেদনপত্র ও পোস্টাল অর্ডার/ ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে The Dy Director (Admn), Delhi Public Library, Dr Shyama Prasad Mukherjee Marg, Delhi-110006 ঠিকানায়। পৌছতে হবে আগামী ২৯ মার্চের মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.dpl.gov.in ওয়েবসাইট থেকে জানা যাবে।