Site icon জীবিকা দিশারী

দিল্লি পাবলিক লাইব্রেরিতে ৩১ ক্লার্ক, এমটিএস

WBCSC Recruitment 2024

কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন দিল্লি পাবলিক লাইব্রেরিতে ৩১ জন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ (লাইব্রেরি), আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ (জেনারেল) ও মোটর ড্রাইভার নিয়োগ করা হবে।

শূন্যপদ: লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: ৬ (অসংরক্ষিত ২, ইডব্লুএস ১, ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। লাইব্রেরি ক্লার্ক: ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)। মাল্টি টাস্কিং স্টাফ (লাইব্রেরি): ১২ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ৬)। আপার ডিভিশন ক্লার্ক: ৩ (অসংরক্ষিত)। লোয়ার ডিভিশন ক্লার্ক: ৩ (অসংরক্ষিত)। মাল্টি টাস্কিং স্টাফ (জেনারেল) চৌকিদার: ২ (তপশিলি জাতি ১, ইডব্লুএস ১)। মোটর ড্রাইভার (অর্ডিনারি গ্রেড): ১ (অসংরক্ষিত)। বেতনক্রম: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি পদে লেভেল ৬ অনুযায়ী ৩৫৪০০-১১২৪০০ টাকা। লাইব্রেরি ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক ও মোটর ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) পদে লেভেল ২ অনুযায়ী ১৯৯০০-৬৩২০০ টাকা। আপার ডিভিশন ক্লার্ক পদে লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা। মাল্টি টাস্কিং স্টাফ (লাইব্রেরি, চৌকিদার) পদে লেভেল ১ অনুযায়ী ১৮০০০-৫৬৯০০ টাকা।

আবেদনের ফি: ৩০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতিদের ১৫০ টাকা। পোস্টাল অর্ডার/ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে। পোস্টাল অর্ডার/ ডিমান্ড ড্রাফট কাটতে হবে ‘Secretary, Delhi Library Board’-এর অনুকূলে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশ মতো। আবেদনপত্র ও পোস্টাল অর্ডার/ ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে The Dy Director (Admn), Delhi Public Library, Dr Shyama Prasad Mukherjee Marg, Delhi-110006 ঠিকানায়। পৌছতে হবে আগামী ২৯ মার্চের মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.dpl.gov.in ওয়েবসাইট থেকে জানা যাবে।

Exit mobile version