দীর্ঘদিন নিয়োগ নেই, রেলের শূন্যপদ ছাড়াল ২ লক্ষ

schedule
2017-12-29 | 12:35h
update
2017-12-29 | 12:35h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

দীর্ঘদিন ধরে গ্রূপ সি, গ্রূপ ডি পদে নিয়োগ হচ্ছে না ভারতীয় রেলে। যার দরুন শূন্যপদের সংখ্যা ছাড়াল ২ লক্ষের সীমা।

গতকাল এই তথ্যই পেশ করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

গত কয়েক বছর ধরে রেলের একাধিক শূন্যপদে নিয়োগ না করার জন্য রেলের মোট শূন্যপদ দাঁড়িয়েছে ২ লক্ষ ২২ হাজার।

Advertisement

যার মধ্যে সংরক্ষিত শ্রেণির জন্য শূন্যপদ ৪১ হাজার ১২৮। রেলের গেজেটেড এবং নন-গেজেটেড সব ক্ষেত্রেই শূন্যপদের সংখ্যা প্রতি বছর বাড়ছে।

যেখানে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে সেটা হল রেলের নর্দার্ন বিভাগ।

এর পরেই জায়গা করে নিয়েছে কলকাতায় সদর দপ্তরের ইস্টার্ন রেল। যেখানে শূন্যপদের সংখ্যা ১৯ হাজার ৯৪২।

তবে এই শূন্যপদ পূরণের জন্য আলাদা কোনো রিক্রুটমেন্ট ড্রাইভ নেওয়া হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

বর্তমানে মূলত রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং কিছু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে।

রেলমন্ত্রী জানিয়েছেন, রেখে নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া এই সমস্ত কিছু করতে যথেষ্ট সময় প্রয়োজন হয়, সে কারণে রুটিন মাফিকই নিয়োগ পক্রিয়া চলতে থাকবে। যখন যেখানে কর্মী প্রয়োজন সেখানে নিয়োগ হবে। সেই আশাতেই রয়েছেন কয়েক লক্ষ পরীক্ষার্থী।

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2024 - 05:45:34
Privacy-Data & cookie usage: