দূরশিক্ষার অনুমোদন বাতিল নয় এখনই, জানাল ইউজিসি

1736
0
UGC NET

পশ্চিমবঙ্গের চারটি বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের মোট ৩৫টি বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অনুমোদন বাতিল নয় এখনই। ইউজিসি গত ১২ আগস্ট একটি বিজ্ঞপ্তি (F.No.1-6/2018(DEB-I)) জারি করে জানিয়েছে, কোনো বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অনুমতি বাতিল হয়নি, ইউজিসি প্রতিষ্ঠানকে অনুমোদন বা বাতিল করে না, কোনো কোর্সকে কোনো শিক্ষাবর্ষের জন্য অনুমোদন বা বাতিল করে। কমিশনের দূরশিক্ষা সংক্রান্ত যে নিয়মকানুন আছে, সেই অনুযায়ী আগামী শিক্ষাবর্ষের জন্যে বিশ্ববিদ্যালয়গুলিকে ওইসব স্বীকৃতি না পাওয়া পাঠ্যক্রম ২০১৮-১৯ বা তার পরবর্তী শিক্ষাবর্ষের অনুমোদনের জন্য ফের আবেদন জানাতে বলা হয়েছে। প্রক্রিয়াটি এখনও চলছে। কোনো কোর্সের অনুমোদন বাতিল করা হয়নি। কাদের কোন কোর্সকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কোন কোর্সের কোথায় ঘাটতি সে বিষয়ে প্রতিষ্ঠানগুলিকে চিঠি দেওয়া হয়েছে ও হবে আগামী ১৬ আগস্টের মধ্যে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে ইউজিসিকে গিয়ে প্রমাণাদি সহ জানাতে ইউজিসির চিঠির তারিখ থেকে ৩০ পর্যন্ত দিন সময় পাবে। ইউজিসিও সেইমতো পদক্ষেপ তাদের জানাবে। তারপরেও স্বীকৃতি পেতে ঘাটতি থাকলে বিশেষ আবেদনের ব্যবস্থা থাকে।

আগে জানানো হয়েছিল, বিশ্ববিদ্যালয়গুলোকে ৪ পয়েন্ট অ্যাক্রেডিটেশন স্কেলের মধ্যে ৩.২৬ পয়েন্ট পেয়ে থাকতে হবে। তাছাড়া নির্দিষ্ট হারে পুরোসময়ের শিক্ষক-শিক্ষাকর্মী নিযুক্ত থাকা চাই। মূলত পুরোসময়ের শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগের বিচারে রাজ্যে দূরশিক্ষার অনুমোদন পায় দুটি বিশ্ববিদ্যালয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ও বর্ধমান ইউনিভার্সিটি। বাদ ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এখনও বিশ্ববিদ্যালয়গুলির পক্ষ থেকে নানা পর্যায়ে মেরামত ও অন্যান্য প্রক্রিয়া চলছে। কারা কখন অনুমোদন পেল তা জানা যাবে ইউজিসির ওয়েবসাইটেও।

১২ আগস্টের বিজ্ঞপ্তিটি দেখা যাবে ইউজিসির এই লিঙ্কে: https://www.ugc.ac.in/pdfnews/9958447_UGC_DEB.pdf