দেশের লজিস্টিক সেক্টরে আগামী চার বছরে ৩০ লক্ষ নতুন চাকরির সম্ভাবনা তৈরি হবে। এমনটাই জানাচ্ছে একটি বেসরকারি সংস্থা টিম লিজ-এর রিপোর্ট। বলা হয়েছে, খুব শীঘ্রই জিসটি আরও ব্যাপকভাবে কার্যকর হবে এবং দেশের বিভিন্ন লজিস্টিক ক্ষেত্রে যেমন সড়ক-রেল-জল-বায়ুপথে পণ্যপরিবহণ, গুদামজাতকরণ, প্যাকেজিং এবং ক্যুরিয়ার পরিষেবা ক্ষেত্রের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাবে। ভারতে এই ক্ষেত্রটি গুরুত্বপূর্ণ বিনিয়োগের মাধ্যমে পরিচালিত হয়। ফলে আগামী চার বছরে অর্থাৎ ২০২২ সালের মধ্যে আরও ৩০ লক্ষ কর্মসংস্থান বৃদ্ধি পাবে। বর্তমানে এই সেক্টরে কর্মসংস্থান ১০.৯ মিলিয়ন, আগামী ৪ বছরে তা ১৩.৯ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ৩৯ লক্ষ হবে। ভারতের নামী লজিস্টিক সংস্থা বিগবেটস, বিগ জবস-এর মতে আগামী দিনে সড়ক পরিবহণেই ১.৮৯ মিলিয়ন কর্মসংস্থানের সুযাগ রয়েছে।