নদিয়া জেলা আদালতে এলডিসি, প্রসেস সার্ভার, গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষার ফল

763
0
NET, Net, Net Online Application

নদিয়া জেলা আদালতে গ্রুপ-সি (লোয়ার ডিভিশন ক্লার্ক) নিয়োগের জন্য Employment Notification No. 01 dated Krishnagar, the 18 thApril, 2019 অনুযায়ী গত ১২ ডিসেম্বর আয়োজিত পার্ট-র্টু পরীক্ষার ফল বেরিয়েছে। এই পদের জন্য সফল ১০৮ জন এবার ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বিবেচিত হবেন। ব্যাচে-ব্যাচে ভাগ করে সেই টেস্ট শুরু হবে আগামী ১৬ মার্চ, চলবে ২৬ মার্চ পর্যন্ত, মাঝে শনি-রবি ২১-২২ তারিখ বাদ। কার কবে পরীক্ষা তা উল্লেখ করা আছে ফলাফলের তালিকায় নামের পাশে। কৃষ্ণনগরে নদিয়া জেলা আদালত প্রাঙ্গণে নির্ধারিত দিনে বেলা ১২-৩০ মিনিটে সেই টেস্টের জন্য উপস্থিত হতে হবে। এই সংক্রান্ত অন্যান্য নির্দেশের জন্য চোখ রাখতে হবে আদালতের ওয়েবসাইটে (https://www.nadiacourtrecruit.in)। আদালতের ৩ মার্চের ইস্যু করা এই বিজ্ঞপ্তি (Employment Notification No. 10 dated Krishnagar, the 3rd March, 2020) দেখা যাবে এই লিঙ্কে:

https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2638

প্রসেস সার্ভার ও গ্রুপ-ডি (ফরাশ, নাইট গার্ড, সুইপার) পদের চূড়ান্ত ফলও (ওয়েটলিস্ট সহ) বেরিয়েছে, সেই তালিকার প্রার্থীদের আগামী ৭ এপ্রিল সকাল ১০টায় উপস্থিত হতে হবে পুলিশ ভেরিফিকেশনের ফর্ম সংগ্রহের জন্য। ডাক্তারি পরীক্ষার তারিখও ওইদিন জানিয়ে দেওয়া হবে। এই বিজ্ঞপ্তি (Employment Notification No. 01 dated Krishnagar, the 18 th April, 2019) দেখা যাবে এই লিঙ্কে: https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2637