নদিয়া জেলা আদালতে স্টেনো নিয়োগের পরীক্ষা, অ্যাডমিট কার্ড

543
0
upcoming govt exam date

নদিয়া জেলা জজের আদালতে স্টেনোগ্রাফার নিয়োগের (Employment Notification No. 01 dated Krishnagar, the 18th April, 2019) প্রার্থিবাছাই পর্বে পেপার-১ ও পেপার-২-এর পরীক্ষা হবে আগামী ১৯ জানুয়ারি, পেপার-৩-র পরীক্ষা ২৫ জানুয়ারি। যোগ্য প্রার্থীদের প্রতি পেপারের (পেপার-১,২,৩) জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। আগামী ৬ জানুয়ারি বিকেল ৪টে থেকে তা ডাউনলোড করা যাবে নিয়োগ কমিটির ওয়েবসাইটে (https://www.nadiacourtrecruit.in)। অ্যাডমিট কার্ডে প্রাসঙ্গিক নিয়ম-নির্দেশ সমূহ জানানো আছে। কোনো সহায়তার দরকার হলে আগামী ১৬ ও ১৭ জানুয়ারি সরাসরি উপস্থিত হতে পারেন বেলা ১টা থেকে ৫টার মধ্যে, এই ঠিকানায়: ­Chairman, District Recruitment Committee, Nadia Judgeship, Krishnagar, Nadia.

এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:

https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2518

প্রাসঙ্গিক অন্যান্য ওয়েবসাইটগুলি হল: ­http://www.districts.ecourts.gov.in/india/wb/nadia/recruit, https://www.nadiacourtrecruit.in, ­

কলকাতা হাই কোর্টের সাইট: http://www.calcuttahighcourt.gov.in/Notices/district­recruitment­notice