স্মল ফিনান্স ব্যাঙ্কে নানা পদে ৫৮৩

schedule
2018-05-26 | 13:56h
update
2018-05-28 | 06:12h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

নর্থইস্ট স্মল ফিনান্স ব্যাঙ্কে ৫৮৩ জন সিঙ্গল উইন্ডো অপারেটর, লায়াবিলিটি অফিসার, জোনাল আইটি, জোনাল এগজিকিউটিভ, সেন্ট্রাল প্রসেসিং সেন্টার, জোনাল এইচআর এগজিকিউটিভ, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন (আইটি), নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন (আইটি), ক্রেডিট অফিসার, ব্র্যাঞ্চ হেড, অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ হেড নিয়োগ করা হবে।

শূন্যপদ: ব্রাঞ্চ হেড: শূন্যপদ ২০। অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ হেড: শূন্যপদ ৩৫। সিঙ্গল উইন্ডো অপারেটর: শূন্যপদ ৯০। লায়াবিলিটি অফিসার: শূন্যপদ ২০। জোনাল আইটি: শূন্যপদ ৫। জোনাল এগজিকিউটিভ: শূন্যপদ ১০। সেন্ট্রাল প্রসেসিং সেন্টার (ভেরিয়াস রোল): শূন্যপদ ৪৬। জোনাল এইচআর এগজিকিউটিভ: শূন্যপদ ৭। ক্রেডিট অফিসার: শূন্যপদ ৩৫০।

সবকটি পদের ক্ষেত্রেই উত্তর-পূর্বাঞ্চল ও পশ্চিমবঙ্গের যে-কোনো জায়গায় কাজ করতে হতে পারে।

যোগ্যতা: ব্র্যাঞ্চ হেড: গ্র্যাজুয়েট (কমার্স গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার) এবং এমবিএ বা পিজিডিএম। অন্তত আট বছরের ব্যাঙ্কিং অভিজ্ঞতা দরকার।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ হেড: গ্র্যাজুয়েট (কমার্স গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার) এবং এমবিএ বা পিজিডিএম। অন্তত ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সিঙ্গল উইন্ডো অপারেটর: গ্র্যাজুয়েট (কমার্স গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার) এবং এমবিএ বা পিডিজিএম। কোনো ব্যাঙ্ক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউটে অন্তত ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

লায়াবিলিটি অফিসার: গ্র্যাজুয়েট (কমার্স গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার) এবং এমবিএ বা পিডিজিএম। ব্যাঙ্কিং সেক্টর বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউটে অন্তত ১-২ বছরের অভিজ্ঞতা।

জোনাল আইটি: গ্র্যাজুয়েট সঙ্গে হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিংয়ে ডিপ্লোমা/ বিএসসি/ এমএসসি (কম্পিউটার সায়েন্স/ আইটি)/ বিটেক। কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউটে ১-৩ বছরের আইটি অভিজ্ঞতা।

জোনাল এগজিকিউটিভ: যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট। ফিনান্সিয়াল সেক্টর/ ব্যাঙ্কিংয়ে ৭-৮ বছরের অভিজ্ঞতা।

সেন্ট্রাল প্রসেসিং সেন্টার (ভেরিয়াস রোলস): যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট। এগজিকিউটিভ/ অফিসার পদের ক্ষেত্রে ১-২ বছরের অভিজ্ঞতা এবং ম্যানেজার পদের ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

জোনাল এইচআর এগজিকিউটিভ: পিজিডিএম/ এমবিএ (এইচআর স্পেশ্যালাইজেশন)। ৩-৪ বছরের ব্যাঙ্কিং এইচআর অভিজ্ঞতা।

সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন (আইটি): বিএসসি/ বিসিএ/ এমএসসি (কম্পিউটার সায়েন্স) অথবা এমসিএ/ বিটেক। আইটি ফিল্ডে ৪-৬ বছরের অভিজ্ঞতা।

নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন (আইটি): বিএসসি/ বিসিএ/ এমএসসি (কম্পিউটার সায়েন্স) অথবা এমসিএ/ বিটেক। আইটি ফিল্ডে ৪-৬ বছরের অভিজ্ঞতা।

ক্রেডিট অফিসার: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। কম্পিউটার গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার। ১ এপ্রিল ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। স্মার্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে।

আবেদনের পদ্ধতি: https://nesfb.com/onlineapply.aspx সাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে, সেখানেই প্রতি পদের সঙ্গে অয়াবেদনের লিঙ্ক দেওয়া আছে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। আবেদন করা যাবে ১৫ জুন ২০১৮ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য এবং ব্যাঙ্ক সম্বন্ধে বিস্তারিত জানা যাবে উপরোক্ত সাইটে।

 

 

 

 

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2024 - 01:46:48
Privacy-Data & cookie usage: