নর্দার্ন কোলফিল্ডসে অনলাইন আবেদনের সময়সীমা বাড়ল

655
0
SECL Recruitment 2024

নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডের তিনটি এমপ্লয়মেন্ট নোটিসের ক্ষেত্রে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে৷ সম্প্রতি নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডের তরফে একটি নোটিস জারি করে এমনটা জানানো হয়েছে৷ এমপ্লয়মেন্ট নোটিস গুলিহল: ১. ১৪৫, তারিখ ০৭/০২/২০২০, মাইনিং সর্দার টিএস গ্রুপ সি, সার্ভেয়র টিঅ্যান্ডএস গ্রুপ বি৷ ২. ১৮৭, তারিখ ২২/০২/২০২০, এইচইএমএম অপারেটরের বিভিন্ন পদ৷ ৩. ১৮৮, তারিখ ২২/০২/ ২০২০, অ্যাডমিনিস্ট্রেশেন, অ্যাকাউন্ট্যান্ট, ওভারসিয়ার গ্রুপসি, জুনিয়র কেমিস্ট গ্রুপসি৷ সবকটি এমপ্লয়মেন্ট নোটিসের ক্ষেত্রেই অনলাইন আবেদন করা যাবে আগামী ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত৷ http://www.nclcil.in/recruitment/rectt_notice.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল