নর্দার্ন কোলফিল্ডসে ৫১২ সুপারভাইজার, টেকনশিয়ান নিয়োগ

1172
0
NCL Recruitment 2024

নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডে ৫১২ জন অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, টেকনিক্যাল ফিটার, টেকনিক্যাল ইলেক্ট্রিশিয়ান, টেকনিশিয়ান টার্নার, টেকনিশিয়ান মেশিনিস্ট ও টেকনিশিয়ান ওয়েল্ডার নিয়োগ করা হবে৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নং NCL/HQ/PD/Manpower/DR/2020-21/466.

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইঅ্যান্ডটি) ট্রেনি গ্রেড সি (ক্যাডার: ইঅ্যান্ডটি): ৭৷ অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (মেকানিক্যাল) ট্রেনি, গ্রেড সি: এক্সক্যাভেশন ক্যাডারে ৪৭ ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালে ২৫৷ টেকনিক্যাল ফিটার ট্রেনি ক্যাটেগরি থ্রি: এক্সক্যাভেশনে ১২৫, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালে ২২৪৷ টেকনিক্যাল ইলেক্ট্রিশিয়ান ট্রেনি ক্যাটেগরি থ্রি: এক্সক্যাভেশনে ৩৩, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালে ১৪১, টেকনিশিয়ান টার্নার ট্রেনি ক্যাটেগরি থ্রি: এক্সক্যাভেশন ১৬, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ৩৷ টেকনিশিয়ান মেশিনিস্ট ট্রেনি ক্যাটেগরি থ্রি: এক্সক্যাভেশন ৮৷ টেকনিশিয়ান ওয়েল্ডার (ট্রেনি) ক্যাটেগরি টু: এক্সক্যাভেশন ৬২, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল: ২১৷

বয়সসীমা: ২৫ আগস্ট ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইঅ্যান্ডটি: ম্যাট্রিকুলেশন বা সমতুল এবং ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা উচ্চতর যোগ্যতা (অন্তত তিন বছরের কোর্স)৷

অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান মেকানিক্যাল: ম্যাট্রিকুলেশন বা সমতুল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা উচ্চতর যোগ্যতা (অন্তত তিন বছরের কোর্স)৷

টেকনিশিয়ান ফিটার ট্রেনি: ম্যাট্রিকুলেশন বা সমতুল সঙ্গে ফিটার ট্রেডে আইটিআই (দু বছরের কোর্স) এবং এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং৷

টেকনিশিয়ান ইলেক্ট্রিশিয়ান ট্রেনি: ম্যাট্রিকুলেশন বা সমতুল এবং ইলেক্ট্রিশিয়ান ট্রেডে আইটিআই (দু বছরের কোর্স) এবং এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং৷

টেকনিশিয়ান টার্নার ট্রেনি:  ট্রেনি: ম্যাট্রিকুলেশন বা সমতুল এবং টার্নার ট্রেডে আইটিআই (দু বছরের কোর্স) এবং এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং৷

টেকনিশিয়ান মেশিনিস্ট ট্রেনি: ট্রেনি: ম্যাট্রিকুলেশন বা সমতুল এবং মেশিনিস্ট ট্রেডে আইটিআই (দু বছরের কোর্স) এবং এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং৷

টেকনিশিয়ান ওয়েল্ডার ট্রেনি: ট্রেনি: ম্যাট্রিকুলেশন বা সমতুল এবং ওয়েল্ডার ট্রেডে আইটিআই (দু বছরের কোর্স) এবং এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং৷

আবেদনের ফি: ৫০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.nclcil.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত৷ সরাসরি https://nclrectt.cmpdi.co.in/OurPeople/OnlineApplications/nclRect.php   লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করা যাবে৷

http://www.nclcil.in/recruitment/Employment%20Notification%20(Supervisory%20&%20Technician%20Posts).pdf    লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷৷

 

 

 

 

লাইভ টিভি দেখুন:     https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল