নিউক্লিয়ার পাওয়ারে ২০০ ট্রেনি

1074
0
NPCIL Trade Apprentice

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ২০০ জন এগজিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: NPCIL/HRM/ET/2020/01. গেট ২০১৮/২০১৯/২০২০-র বৈধ স্কোর থাকলে আবেদন করতে পারবেন৷

ডিসিপ্লিন অনুযায়ী শূন্যপদ: মেকানিক্যাল: ৮৫, কেমিক্যাল: ২০, ইলেক্ট্রিক্যাল: ৪০, ইলেক্ট্রনিক্স: ৮, ইনস্ট্রুমেন্টেশন: ৭, সিভিল: ৩৫, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফায়ার সেফটি: ৫৷

বয়সসীমা: ২ এপ্রিল ২০২০ তারিখ অনুযায়ী বয়সের ঊধ্র্বসীমা ২৬ বছর, জন্মতারিখ ২ এপ্রিল ১৯৯৪ বা পরে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে বিই/ বিটেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিং সঙ্গে বৈধ গেটস্কোর৷

প্রার্থী বাছাই পদ্ধতি: শুরুতে গেটস্কোর ও পরে পার্সোন্যাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

ট্রেনিংয়ের সময়সীমা স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা একবছর এবং প্রতিমাসে ৫৫০০০ টাকা করে স্টাইপেন্ড৷

আবেদনের ফি: ৫০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.npcil.co.inবাwww.npcilcareers.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত৷ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে৷