নেট জুলাই ২০১৮-র ফল বেরোল

1018
0
NET, Net, Net Online Application

নেট জুলাই ২০১৮-র ফল বেরিয়েছে। সফল হয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য ৫৫,৮৭২ জন ও জুনিয়র রিসার্চের জন্য ৩,৯৬৯ জন। এই নেট আয়োজিত হয়েছিল গত ৮ জুলাই, ৯১টি শহরে ২,০৮২টি পরীক্ষা কেন্দ্রে।। আবেদন করেছিলেন ১১,৪৮,২৩৫ জন, তারমধ্যে দুই পেপারেই পরীক্ষা দিয়েছেন ৮,৫৯,৪৯৮ জন।

ফলাফল দেখা যাবে নিজের নাম, রোলনম্বর ও জন্মতারিখ উল্লেখ করে। এই লিঙ্কে: http://cbseresults.nic.in/UGCpxy/net_july2018.htm