ন্যাভাল ডকইয়ার্ডে ১৮০ অ্যাপ্রেন্টিস

1065
2
Naval Dockyard Apprentice Recruitment

কেন্দ্রীয় সরকারের ন্যাভাল ডকইয়ার্ড মুম্বইয়ে বিভিন্ন ট্রেডে ১৮০ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয় পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন।

ট্রেনিংয়ের সময়সীমা অনুযায়ী শূন্যপদের বিন্যাস:

ট্রেনিংয়ের সময়সীমা এক বছর:

(১) ক্রমিক সংখ্যা এ: ফিটার: শূন্যপদ ১৫ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)।

(২) ক্রমিক সংখ্যা বি: মেশিনিস্ট: শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

(৩) ক্রমিক সংখ্যা সি: শিট মেটাল ওয়ার্কার: শূন্যপদ ১৫ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)।

(৪) ক্রমিক সংখ্যা ডি: ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিঃ): শূন্যপদ ১৫ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)।

(৫) ক্রমিক সংখ্যা ই: প্লাম্বার: শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

(৬) ক্রমিক সংখ্যা এফ: ম্যাসন (বিসি): শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

(৭) ক্রমিক সংখ্যা জি: মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স: শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১)।

(৮) ক্রমিক সংখ্যা এইচ: মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং: শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১)।

(৯) ক্রমিক সংখ্যা আই: মেকানিক ডিজেল: শূন্যপদ ১৫ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)।

(১০) ক্রমিক সংখ্যা কে: টেইলর (জেনারেল): শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১)।

(১১) ক্রমিক সংখ্যা এল: পেইন্টার (জেনারেল): শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

(১২) ক্রমিক সংখ্যা এম: পাওয়ার ইলেক্ট্রিশিয়ান: শূন্যপদ ২০ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২, ওবিসি ৪)।

ট্রেনিংয়ের সময়সীমা দু বছর:

(১) ক্রমিক সংখ্যা এ: শিপরাইট (স্টিল): শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

(২) ক্রমিক সংখ্যা বি: পাইপ ফিটার: শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

(৩) ক্রমিক সংখ্যা সি: রিগার: শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১)।

(৪) ক্রমিক সংখ্যা ডি: শিপরাইট (উড): শূন্যপদ ১৫ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)।

(৫) ক্রমিক সংখ্যা ই: ক্রেন অপারেটর: শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১)।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের লেখা পরীক্ষার জন্য ডাকা হবে মুম্বইয়ে। লেখা পরীক্ষা থেকে বাছাই প্রার্থীদের ইন্টারভিউ/ স্কিল টেস্ট হবে। সবশেষে মেডিক্যাল পরীক্ষা।

বয়সসীমা: জন্মতারিখ হতে হবে ১ এপ্রিল ১৯৯৭ থেকে ৩১ মার্চ ২০০৪-এর মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে অষ্টম/দশম শ্রেণি পাশ, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।

শারীরিক মান: উচ্চতা হতে হবে অন্তত ১৫০ সেমি, ওজন ৪৫ কেজির কম নয়। বুকের ছাতি ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ এবং ৬/৯।

আবেদনের পদ্ধতি: www.bhartiseva.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। যাঁরা আগে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়েছেন তাঁরা আবেদন করতে পারবেন না। ট্রেনিং চলাকালীন নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। কোনো জিজ্ঞাসা থাকলে মেল করতে পারেন এই আইডিতে: admin@bhartiseva.com এবং কাজের সময়ে ফোন করতে পারেন  022-22751461 নম্বরে। https://register.bhartiseva.com/DASDT/Applicant/Register লিঙ্কে গিয়ে আবেদনের জন্য রেজিস্ট্রেশন করা যাবে। অনলাইন আবেদন করা যাবে ২ জানুয়ারি ২০১৮ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।