Site icon জীবিকা দিশারী

ন্যাভাল ডকইয়ার্ডে ১৮০ অ্যাপ্রেন্টিস

Naval Dockyard Apprentice Recruitment

কেন্দ্রীয় সরকারের ন্যাভাল ডকইয়ার্ড মুম্বইয়ে বিভিন্ন ট্রেডে ১৮০ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয় পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন।

ট্রেনিংয়ের সময়সীমা অনুযায়ী শূন্যপদের বিন্যাস:

ট্রেনিংয়ের সময়সীমা এক বছর:

(১) ক্রমিক সংখ্যা এ: ফিটার: শূন্যপদ ১৫ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)।

(২) ক্রমিক সংখ্যা বি: মেশিনিস্ট: শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

(৩) ক্রমিক সংখ্যা সি: শিট মেটাল ওয়ার্কার: শূন্যপদ ১৫ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)।

(৪) ক্রমিক সংখ্যা ডি: ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিঃ): শূন্যপদ ১৫ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)।

(৫) ক্রমিক সংখ্যা ই: প্লাম্বার: শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

(৬) ক্রমিক সংখ্যা এফ: ম্যাসন (বিসি): শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

(৭) ক্রমিক সংখ্যা জি: মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স: শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১)।

(৮) ক্রমিক সংখ্যা এইচ: মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং: শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১)।

(৯) ক্রমিক সংখ্যা আই: মেকানিক ডিজেল: শূন্যপদ ১৫ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)।

(১০) ক্রমিক সংখ্যা কে: টেইলর (জেনারেল): শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১)।

(১১) ক্রমিক সংখ্যা এল: পেইন্টার (জেনারেল): শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

(১২) ক্রমিক সংখ্যা এম: পাওয়ার ইলেক্ট্রিশিয়ান: শূন্যপদ ২০ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২, ওবিসি ৪)।

ট্রেনিংয়ের সময়সীমা দু বছর:

(১) ক্রমিক সংখ্যা এ: শিপরাইট (স্টিল): শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

(২) ক্রমিক সংখ্যা বি: পাইপ ফিটার: শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

(৩) ক্রমিক সংখ্যা সি: রিগার: শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১)।

(৪) ক্রমিক সংখ্যা ডি: শিপরাইট (উড): শূন্যপদ ১৫ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)।

(৫) ক্রমিক সংখ্যা ই: ক্রেন অপারেটর: শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১)।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের লেখা পরীক্ষার জন্য ডাকা হবে মুম্বইয়ে। লেখা পরীক্ষা থেকে বাছাই প্রার্থীদের ইন্টারভিউ/ স্কিল টেস্ট হবে। সবশেষে মেডিক্যাল পরীক্ষা।

বয়সসীমা: জন্মতারিখ হতে হবে ১ এপ্রিল ১৯৯৭ থেকে ৩১ মার্চ ২০০৪-এর মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে অষ্টম/দশম শ্রেণি পাশ, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।

শারীরিক মান: উচ্চতা হতে হবে অন্তত ১৫০ সেমি, ওজন ৪৫ কেজির কম নয়। বুকের ছাতি ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ এবং ৬/৯।

আবেদনের পদ্ধতি: www.bhartiseva.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। যাঁরা আগে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়েছেন তাঁরা আবেদন করতে পারবেন না। ট্রেনিং চলাকালীন নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। কোনো জিজ্ঞাসা থাকলে মেল করতে পারেন এই আইডিতে: admin@bhartiseva.com এবং কাজের সময়ে ফোন করতে পারেন  022-22751461 নম্বরে। https://register.bhartiseva.com/DASDT/Applicant/Register লিঙ্কে গিয়ে আবেদনের জন্য রেজিস্ট্রেশন করা যাবে। অনলাইন আবেদন করা যাবে ২ জানুয়ারি ২০১৮ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

 

Exit mobile version