ন্যালকোয় আবেদনের তারিখ বাড়ল

431
0
Nalcoo Picture

ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানিতে কোভিড-১৯-এর কারণে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ও ম্যানেজমেন্ট ট্রেনি ফিনান্স এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স পদে আবেদনের সময় বাড়ানো হয়েছে, সম্প্রতি কোম্পানির তরফ থেকে দুটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে৷ আবেদন গ্রহণ চলছে, শেষ তারিখ সম্পর্কে পরবর্তী বিজ্ঞপ্তিতে সময়মতো জানিয়ে দেওয়া হবে৷

https://nalcoindia.com/wp-content/uploads/2020/05/GET_Ext-new.pdf

https://nalcoindia.com/wp-content/uploads/2020/05/MT_Ext-new.pdf দুটি লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তি দুটি দেখতে পারবেন৷