ন্যাশনাল ইনফর্মেটিক্সে ৪৯৫ সায়েন্টিস্ট ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

1092
0
recruitment in tropical 2023

কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অব ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজির অধীন ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টারে ৪৯৫ জন সায়েন্টিস্ট ‘বি’ ও সায়েন্টিফিক/ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: NIELIT/NIC/2020/1.

শূন্যপদ: সায়েন্টিস্ট ‘বি’, গ্রুপ এ (এসঅ্যান্ডটি): ২৮৮ (অসংরক্ষিত ১১৯, তপশিলি জাতি ৪৩, তপশিলি উপজাতি ২১, ওবিসি ৭৭, ইডব্লুএস ২৮)। এইসবের মধ্যে ১২টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

সায়েন্টিস্ট/ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ‘এ’, গ্রুপ বি (এসঅ্যান্ডটি): ২০৭ (অসংরক্ষিত ৮৬, তপশিলি জাতি ৩১, তপিশলি উপজাতি ১৫, ওবিসি ৫৫, ইডব্লুএস ২০)। এইসবের মধ্যে ৯টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

যোগ্যতা: সায়েন্টিস্ট ‘বি’: ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর ডিগ্রি বা টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট বা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে মাস্টার ডিগ্রি (এমই/ এমটেক) বা ইলেক্ট্রনিক্স/ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স/ কমিউনিকেশন/ কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং সিকিউরিটি/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ সফটওয়্যার সিস্টেম/ ইনফর্মেশন টেকনোলজি/ ইনফর্মেশন টেকনোলজি ম্যানজেমেন্ট/ ইনফর্মেটিক্স/ কম্পিউটার ম্যানেজমেন্ট/ সাইবার ল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে এমফিল।

সায়েন্টিস্ট/ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ‘এ’: ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং সিকিউরিটি/ সফটওয়্যার সিস্টেম/ ইনফর্মেশন টেকনোলজি/ ইনফর্মেটিক্সে এমএসসি/ এমএস/ এমসিএ/ বিই/ বিটেক।

সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২৬ মার্চ ২০২০-র মধ্যে।

বয়সসীমা: ২৬ মার্চ ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ৮০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: http://www.calicut.nielit.in/nic ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৬ মার্চ বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

https://www.calicut.nielit.in/nic/documentformats/DetailedAdvertisement.pdf লিঙ্কে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।