Site icon জীবিকা দিশারী

ন্যাশনাল সিডসে ২৩৭ ট্রেনি

Seed Corporation Recruitment

ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেডে ২৩৭ জন ট্রেনি নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি নম্বর: RECTT/1/18/NSC/2018.

ম্যানেজমেন্ট ট্রেনির (এগজিকিউটিভ লেভেল) শূন্যপদের বিন্যাস: ক্রমিক সংখ্যা ১: ম্যানেজমেন্ট ট্রেনি (মেটিরিয়াল ম্যানেজমেন্ট): শূন্যপদ ২ (অসংরক্ষিত)। ক্রমিক সংখ্যা ২: ম্যানেজমেন্ট ট্রেনি (অ্যাসিস্ট্যান্ট কো. সেক্রেটারি): শূন্যপদ ১ (অসংরক্ষিত)। ক্রমিক সংখ্যা ৩: ম্যানেজমেন্ট ট্রেনি (প্রোডাকশন): শূন্যপদ ২৭ (অসংরক্ষিত ৯, ওবিসি ৮, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৬)। ক্রমিক সংখ্যা ৪: ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং): শূন্যপদ ৯ (অসংরক্ষিত ৫, ওবিসি ২, তপশিলি জাতি ২)। ক্রমিক সংখ্যা ৫: ম্যানেজমেন্ট ট্রেনি (এগ্রি ইঞ্জিনিয়ারিং): শূন্যপদ ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৬: ম্যানেজমেন্ট ট্রেনি (সিভিল ইঞ্জিনিয়ারিং): শূন্যপদ ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৭: ম্যানেজমেন্ট ট্রেনি (এইচআর): শূন্যপদ ৭ (অসংরক্ষিত ৩, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৮: ম্যানেজমেন্ট ট্রেনি (এফঅ্যান্ডএ): শূন্যপদ ৭ (অসংরক্ষিত ২, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)।

সিনিয়র ট্রেনি/ ডিপ্লোমা ট্রেনির শূন্যপদের বিন্যাস (সুপারভাইজারি লেভেল): ক্রমিক সংখ্যা ১: সিনিয়র ট্রেনি (মার্কেটিং): শূন্যপদ ৪৮ (অসংরক্ষিত ২৩, ওবিসি ১২, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৫)। ক্রমিক সংখ্যা ২: সিনিয়র ট্রেনি (এইচআর): শূন্যপদ ১ (অসংরক্ষিত)। ক্রমিক সংখ্যা ৩: সিনিয়র ট্রেনি (অ্যাকাউন্টস): শূন্যপদ ৬ (অসংরক্ষিত ৩, ওবিসি ২, তপশিলি জাতি ১)। ক্রমিক সংখ্যা ৪: সিনিয়র ট্রেনি (এগ্রিকালচার): শূন্যপদ ১৮ (অসংরক্ষিত ৯, ওবিসি ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২)। ক্রমিক সংখ্যা ৫: সিনিয়র ট্রেনি (কোয়ালিটি কন্ট্রোল): শূন্যপদ ২ (অসংরক্ষিত ১, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৬: সিনিয়র ট্রেনি  (হর্টিকালচার): শূন্যপদ ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)।

ডিপ্লোমা ট্রেনির শূন্যপদের বিন্যাস: ক্রমিক সংখ্যা ১: এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ৮ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ২: সিভিল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি উপজাতি ১)।

ট্রেনি (নন সুপারভাইজারি লেভেল): ক্রমিক সংখ্যা ১: ট্রেনি (এগ্রিকালচার): শূন্যপদ ২৭ (অসংরক্ষিত ৭, ওবিসি ৭, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৬)। ক্রমিক সংখ্যা ২: ট্রেনি (এইচআর): শূন্যপদ ২২ (অসংরক্ষিত ৬, ওবিসি ৯, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৩)। ক্রমিক সংখ্যা ৩: ট্রেনি (অ্যাকাউন্টস): শূন্যপদ ১১ (অসংরক্ষিত ৩, ওবিসি ৩, তপশিলি জাতি ২)। ক্রমিক সংখ্যা ৪: ট্রেনি (স্টোর): শূন্যপদ ১১ (অসংরক্ষিত ৪, ওবিসি ৪, তপশিলি উপজাতি ৩)। ক্রমিক সংখ্যা ৫: ট্রেনি (টেকনিশিয়ান)- ইলেক্ট্রিশিয়ান: শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৬: ট্রেনি (স্টোর) ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ২ (অসংরক্ষিত)। ক্রমিক সংখ্যা ৭: ট্রেনি (ডেটা এন্ট্রি অপারেটর): শূন্যপদ ১১ (অসংরক্ষিত ৬, ওবিসি ২, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

ট্রেনি মেট (নন সুপারভাইজারি লেভেল): ক্রমিক সংখ্যা ১: ট্রেনি মেট (এগ্রিকালচার): শূন্যপদ ২১ (অসংরক্ষিত ১০, ওবিসি ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)।

পারিশ্রমিক: ম্যানেজমেন্ট ট্রেনি (এগজিকিউটিভ লেভেল) পদের ক্ষেত্রে প্রথমে এক বছরের ট্রেনিং, তখন প্রতি মাসে ৪১৩৬০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিং শেষে বেসিক পে ৪০০০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা। সিনিয়র ট্রেনি/ ডিপ্লোমা ট্রেনি (সুপারভাইজারি লেভেল) পদের ক্ষেত্রে এক বছরের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ২২৭৪৮ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিং শেষে বেসিক পে ২২০০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা। ট্রেনি (নন সুপারভাইজারি লেভেল) পদের ক্ষেত্রে এক বছরের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১৭৫৭৮ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিং শেষে বেসিক পে ১৭০০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা। ট্রেনি মেট (নন সুপারভাইজারি লেভেল) পদের ক্ষেত্রে এক বছরের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১৭০৬১ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিং শেষে বেসিক পে ১৬৫০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

বয়সসীমা: ম্যানেজমেন্ট ট্রেনি (এগজিকিউটিভ লেভেল) পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। সিনিয়র ট্রেনি/ ডিপ্লোমা ট্রেনি পদের ক্ষেত্রে ২৩ বছর। ট্রেনি (সুপারভাইজারি লেভেল) পদের ক্ষেত্রে ২৩ বছর। ট্রেনি মেট (নন সুপারভাইজারি লেভেল) পদের ক্ষেত্রে ২০ বছর। সবক্ষেত্রেই বয়স হতে হবে ৫ মে ২০১৮ তারিখের হিসেবে।

যোগ্যতা: ম্যানেজমেন্ট ট্রেনি (মেটিরিয়ালস ম্যানেজমেন্ট): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিএসসি (এগ্রিকালচার) সঙ্গে পূর্ণ সময়ের এমবিএ (মেটিরিয়ালস ম্যানজেমেন্ট/ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অথবা বিই/ বিটেক (এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং) সঙ্গে পূর্ণ সময়ের মেটিরিয়াল ম্যানজেমেন্ট/ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে এমবিএ।

ম্যানেজমেন্ট ট্রেনি (অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি): গ্র্যাজুয়েট সঙ্গে অ্যাসোশিয়েট মেম্বারশিপ। কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

ম্যানেজমেন্ট ট্রেনি (প্রোডাকশন): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিএসসি (এগ্রিকালচার) সঙ্গে এমবিএ।

ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং):  কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিএসসি (এগ্রিকালচার) সঙ্গে এমবিএ।

ম্যানেজমেন্ট ট্রেনি (এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং): ৬০ শতাংশ নম্বর নিয়ে বিই/ বিটেক।

ম্যানেজমেন্ট ট্রেনি (সিভিল ইঞ্জিনিয়ারিং): ৬০ শতাংশ নম্বর নিয়ে বিই/ বিটেক।

ম্যানেজমেন্ট ট্রেনি (এইচআর): ৬০ শতাংশ নম্বর নিয়ে পার্সোনেল ম্যানজেমেন্ট/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন/ লেবার ওয়েলফেয়ার/ এইচআর ম্যানেজমেন্টে দু বছরের পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা।

ম্যানেজমেন্ট ট্রেনি (এফঅ্যান্ডএ): ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস-এর অ্যাসোশিয়েট মেম্বার। কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

সিনিয়র ট্রেনি (মার্কেটিং): ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিএসসি (এগ্রিকালচার) সঙ্গে এমবিএ (মার্কেটিং/ এগ্রিকালচার)।

সিনিয়র ট্রেনি (এইচআর): ৫৫ শতাংশ নম্বনর নিয়ে এমবিএ (এইচআর)/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন/ পার্সোনেল ম্যানেজমেন্ট/ লেবার ওয়েলফেয়ার/ এমএসডব্লুতে দু বছরের পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা।

সিনিয়র ট্রেনি (অ্যাকাউন্টস): ৫৫ শতাংশ নম্বর নিয়ে এমকম/ এমবিএ (ফিনান্স)। কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

সিনিয়র ট্রেনি (এগ্রিকালচার): ৫৫ শতাংশ নম্বর সহ এগ্রিকালচারে এমএসসি সঙ্গে অ্যাগ্রোনমি/ স্পিড টেক/ প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স/ এগ্রিকালচার এনটোমোলজি/ প্ল্যান্ট প্যাথালজিতে স্পেশ্যালাইজেশন।

সিনিয়র ট্রেনি (কোয়ালিটি কন্ট্রোল): ৫৫ শতাংশ নম্বর সহ এমএসসি (এগ্রিকালচার) সঙ্গে জেনেটিক্স/ প্ল্যান্ট ব্রিডিং/ সিড টেকনোলজিতে স্পেশ্যালাইজেশন। কম্পিউটার জানতে হবে।

সিনিয়র ট্রেনি (হর্টিকালচার): ৫৫ শতাংশ নম্বর নিয়ে এমএসসি (হর্টি)/ এমএসসি (এগ্রি) সঙ্গে হর্টিকালচারে স্পেশ্যালাইজেশন। কম্পিউটার জানতে হবে।

ডিপ্লোমা ট্রেনি-এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং: ৫৫ শতাংশ নম্বর নিয়ে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

সিভিল ইঞ্জিনিয়ারিং: ৫৫ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। কম্পিউটারের জ্ঞান থাকতেই হবে।

ট্রেনি (এগ্রি): ৬০ শতাংশ নম্বর নিয়ে বিএসসি (এগ্রিকালচার)। কম্পিউটারের জ্ঞান থাকতেই হবে।

ট্রেনি (এইচআর): ৬০ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট। ইংরেজিতে প্রতি মিনিটে ৪০ শব্দের গতিতে টাইপিং স্পিড থাকতে হবে। হিন্দি টাইপিং (প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে) বাঞ্ছনীয়।

ট্রেনি (অ্যাকাউন্টস): ৬০ শতাংশ নম্বর নিয়ে বিকম। কম্পিউটারের জ্ঞান থাকতেই হবে।

ট্রেনি (স্টোর): ৬০ শতাংশ নম্বর নিয়ে বিএসসি (এগ্রি)। কম্পিউটারের জ্ঞান থাকতেই হবে।

ট্রেনি (টেকনিশিয়ান) ইলেক্ট্রিশিয়ান: ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ। কম্পিউটারের জ্ঞান থাকতেই হবে।

ট্রেনি (স্টোর) ইঞ্জিনিয়ারিং: ৬০ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট সঙ্গে ফিটার/ ইলেক্ট্রিশিয়ান/ অটো ইলেক্ট্রিশিয়ান/ ওয়েল্ডার/ ডিজেল মেকানিক/ ট্র্যাক্টর মেকানিক/ মেশিনম্যান ট্রেডে আইটিআই। কম্পিউটারের জ্ঞান থাকতেই হবে।

ট্রেনি (ডেটা এন্ট্রি অপারেটর): ৬০ শতাংশ নম্বর নিয়ে বিসিএ/ বিএসসি (কম্পিউটার সায়েন্স/ আইটি)।

ট্রেনি মেট (এগ্রিকালচার): বিজ্ঞানে দ্বাদশ শ্রেণি পাশ, বায়োলজি একটি বিষয় হিসেবে থাকতে হবে। সুঠাম স্বাস্থ্য থাকা দরকার।

প্রার্থী বাছাই পদ্ধতি: ম্যানেজমেন্ট ট্রেনি পদের ক্ষেত্রে লেখা পরীক্ষা, ইন্টারভিউ ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। সিনিয়র ট্রেনি/ ডিপ্লোমা ট্রেনি, ট্রেনি ও ট্রেনি মেট পদের ক্ষেত্রে লেখা পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ৫২৫ টাকা (আবেদনের ফি ৫০০+ প্রসেসিং ফি ২৫)। সঙ্গে পেমেন্ট গেটওয়ে চার্জ। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। প্রসেসিং ফি বাবদ ২৫ টাকা ও পেমেন্ট গেটওয়ে চার্জ দিতে হবে।

আবেদনের পদ্ধতি: www.indiaseeds.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৫ মে ২০১৮ বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

 

 

 

 

Exit mobile version