পতঞ্জলি পণ্য বিক্রির জন্য রাজ্যে ট্রেনিং দিয়ে সেলসম্যান নিয়োগ

1156
0

পতঞ্জলি  তাদের বিভিন্ন পণ্য বিক্রির জন্য প্রত জেলা থেকে ৪০-৫০ জন সেলসম্যান নিয়োগ করবে। সেই সঙ্গে হোম ডেলিভারি ও রেডি স্টক বিক্রির জন্য কিছু কর্মী নিয়োগ করবে। ওই ব্র্যান্ডের চাল, আটা, ভোজ্য তেল, পুজো সামগ্রী থেকে থেকে শুরু করে দৈনন্দিন খাদ্যসামগ্রী, প্রসাধনী ইত্যাদির জন্য। আবেদনের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাশ। এফএমসিজি সেক্টরে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। প্রাথমিক ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে এবং বিশেষ টেনিং বা প্রশিক্ষণ দিয়ে নেওয়া হবে। প্রার্থী নির্বাচন করা হবে ২৩ থেকে ২৭ জুন পর্যন্ত। তবে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে ২২ জুন তারিখের মধ্যে। শহর, ক্যাটেগরি এবং যোগ্যতার ভিত্তিতে পারিশ্রমিক হবে ৮০০০ থেকে ১৫০০০ টাকার মধ্যে।

যোগাযোগ: বিভিন্ন জেলার কোঅর্ডিনেটর। বিভিন্ন জেলার প্রার্থীদের জন্য যোগাযোগ নম্বর

পশ্চিমবঙ্গ 8979010516,  দক্ষিণ দিনাজপুর 9800864014,  আসানসোল 9800881820, পঃ মেদিনীপুর 9474713209, দঃ ২৪ পরগনা 9800864019.