স্টাফ সিলেকশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল ২০১৮ টিয়ার-থ্রি পরীক্ষার ফল

1217
0
wbjee 2022 result

স্টাফ সিলেকশন কমিশনে ২০১৮-র কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল টিয়ার-থ্রি (লিখিত) পরীক্ষার ফল বেরোল। ওই পরীক্ষা হয়েছিল গত ২৯ ডিসেম্বর। সফল হয়ে টিয়ার-থ্রি (ডেস্ক্রিপ্টিভ পেপার)-এ বসার যোগ্যতা অর্জন করেছিলেন ৫০,০২৯৩ জন। তারমধ্যে ডেস্ক্রিপটিভ পেপারের পরীক্ষায় অংশ নেন ৪১,৮০৩ জন। টিয়ার-১, ২ ও ৩-এর পরীক্ষায় পাওয়া গড় নম্বরের ভিত্তিতে (প্রতি টিয়ারেও আলাদা করে সফল হওয়া) নির্বাচিত প্রার্থীরা ডকুমেন্ট ভেরিফিকেশন টেস্ট ও প্রযোজ্য ক্ষেত্রমতো কম্পিউটার স্কিল টেস্ট বা ডেটা এন্ট্রি স্কিল টেস্টে বসার সুযোগ পাবেন। ওই টেস্ট কবে হবে তা কমিশনের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসের ওয়েবসাইটে জানানো হবে। উত্তীর্ণ প্রার্থীরা কললেটার না পেলে অবিলম্বে আঞ্চলিক অফিসে যোগাযোগ করবেন। পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে যথা সময়ে। কোন পদের জন্য কোন ক্যাটেগরির কতজন ডকুমেন্ট ভেরিফিকেশনের ডাক বা ডিভি সহ কম্পিউটার/ডেটা এন্ট্রি স্কিল টেস্টে বসার ডাক পাবেন এবং কাট-অফ মার্কস কত তা জানতে পারবেন এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/cgl18_writeupt2_30092020.pdf

সফলদের তালিকা দেখা যাবে এই পেজে দেওয়া সংশ্লিষ্ট লিঙ্কে: https://ssc.nic.in/Portal/Results

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল