পরীক্ষা পদ্ধতি

420
0

টিয়ার ১ – জেনারেল আওয়ারনেস ৫০, জেনারেল আওয়ারনেস ৫০, কোয়ান্টিটেটিভ অপটিটিউড ৫০ নম্বর, ইংলিশ কম্প্রিহেনশন ৫০।  মোট সময় ১ ঘন্টা। ইংলিশ ও হিন্দিতে প্রশ্ন হবে।

টিয়ার ২

পেপার ১ – কোয়ান্টিটেটিভ অপটিটিউড ২০০, পেপার ২ – ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড কম্প্রিহেনশান ২০০ নম্বর, পেপার ৩-স্ট্যাটিস্টিক্স ২০০ (জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর পদের জন্য), পেপার ৪ – জেনারেল স্টাডিজ (ফিন্যান্স এন্ড ইকনমিক্স) ২০০ (অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার/অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার পদে বাছাই প্রার্থীদের)। পরীক্ষার সময় ২ ঘন্টা ৪০ মিনিট। ইংলিশ ও হিন্দিতে প্রশ্ন হবে।

টিয়ার ৩ – পেন এন্ড পেপার মোড ডেস্ক্রিপটিভ পেপার (ইংলিশ/হিন্দি), সময় ১ ঘন্টা।

টিয়ার ৪ – কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এন্ড ডেটা এন্ট্রি স্পিড টেস্ট।