পশ্চিম বর্ধমান জেলা আদালতে স্টেনো, এলডিসি, গ্রুপ ডি ১১৩

schedule
2019-03-06 | 10:29h
update
2019-03-06 | 10:42h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

পশ্চিম বর্ধমান জেলা আদালতে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  বিজ্ঞপ্তি নম্বর– EMP No. 1, Dated 21.02.2019

শূন্যপদ—

স্টেনোগ্রাফার ১০ (অসংরক্ষিত ৩, অসংরক্ষিত ইসি ২, ওবিসি-এ ১, ওবিসি-বি ১, এসসি ১, এসসি ইসি ১, এসটি ১)।

লোয়ার ডিভিশন ক্লার্ক ৪২ (অসংরক্ষিত ১২, অসংরক্ষিত ইসি ৭, অসংরক্ষিত মেরিটোরিয়াস স্পোর্টসপার্সন  ১, অসংরক্ষিত পিএইচ ২, ওবিসি-এ ৩, ওবিসি-এ ইসি ১, ওবিসি-বি ২, ওবিসি-বি ইসি ১, এসসি ৭, এসসি ইসি ২, এসটি ২ অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১)।

টাইপিস্ট/কপিস্ট ৪ (অসংরক্ষিত ১, অসংরক্ষিত ইসি ১,  এসসি ১, এসটি ১)।

প্রসেস সার্ভার ৬ (অসংরক্ষিত ২, অসংরক্ষিত ১, ওবিসি-এ ১, এসসি ১, এসটি ১)।

গ্রুপ ডি (পিওন/ফরাস/ডে গার্ড/নাইট গার্ড) – ৫০ (অসংরক্ষিত ১৩, অসংরক্ষিত ইসি ৮, অসংরক্ষিত মেরিটোরিয়াস স্পোর্টসম্যান ১, অসংরক্ষিত পিএইচ ২, ওবিসি-এ  ৩, ওবিসি-এ ইসি ২, ওবিসি-বি ২, ওবিসি-বি ইসি ১, এসসি ৭, এসসি ইসি ৩, এসটি ২, এসটি ইসি ১, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ৩, ওবিসি-বি এক্স-সার্ভিসম্যান ১, এসসি এক্স-সার্ভিসম্যান ১)।

Advertisement

সুইপার ১ (এসসি )।

শিক্ষাগত যোগ্যতা—

স্টেনোগ্রাফার: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ বা সমতুল, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বেসিক নলেজ সার্টিফিকেট, শর্টহ্যান্ডে ৮০টি শব্দ প্রতি মিনিট, টাইপ রাইটিংয়ে ৩০ শব্দ প্রতি মিনিট স্পিড থাকতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ বা সমতুল, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বেসিক নলেজ সার্টিফিকেট থাকতে হবে।

টাইপিস্ট/কপিইস্ট: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ বা সমতুল, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বেসিক নলেজ সার্টিফিকেট থাকতে হবে। ইংলিশে ৩০ শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড থাকতে হবে।

প্রসেস সার্ভার:  স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

গ্রুপ ডি: স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

সুইপার: বাংলা লিখতে ও  পড়তে জানতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী ১৮ থেকে ৩৯ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতনক্রম—

স্টেনোগ্রাফার ৭১০০-৩৭৬০০ + গ্রেড পে ৩৯০০ টাকা, লোয়ার ডিভিশন ক্লার্ক ৫,৪০০-২৫২০০ + গ্রেড পে ২৬০০ টাকা, টাইপিস্ট/কপিস্ট: ৫৪০০-২৫২০০ + গ্রেড পে ২৬০০, প্রসেস সার্ভার ৫৪০০-২৫২০০ + গ্রেড পে ২৩০০ টাকা, গ্রুপ ডি (পিওন/ফরাস/ডে গার্ড/নাইট গার্ড) ৪৯০০-১৬২০০ + গ্রেড পে ১৭০০ টাকা, সুইপার ৪৯০০-১৬২০০ + গ্রেড পে ১৭০০ টাকা।

আবেদন ফি—

স্টেনোগ্রাফার ও এলডিসি ৫০০ টাকা (এসসি/এসটিদের জন্য ২৫০ টাকা)।

গ্রুপ ডি ৪০০ টাকা (এসসি/এসটিদের জন্য ২০০ টাকা)।

সুইপার  শুধুমাত্র এসসি/এসটিদের ২০০ টাকা।

আবেদন পদ্ধতি:  আগামী ১৪ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। ১৪ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে। অফলাইন পেমেন্টের জন্য চালান ডাউনলোড করা যাবে ১৪ মার্চ পর্যন্ত, তারপর অফলাইনে জমা দেওয়া যাবে ১৫ মার্চ, ২০১৯ পর্যন্ত।

অনলাইন আবেদন লিঙ্ক: https://districts.ecourts.gov.in/india/wb/paschim-bardhaman/recruit

বিস্তারিত বিজ্ঞপ্তির লিঙ্ক: https://districts.ecourts.gov.in/sites/default/files/RECRUITMENT%20NOTIFICATION.pdf

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2024 - 04:21:54
Privacy-Data & cookie usage: