পাওয়ার গ্রিডে ৩৩ হিউম্যান রিসোর্স অ্যাপ্রেন্টিস

1559
0
Current Affairs 1st May

ভারত সরকারের পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ৩৩ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, এগজিকিউটিভ (হিউম্যান রিসোর্স) শাখায়। Ref: CC/HRD/PAL/Apprentice/2020-21.

যোগ্যতা: পূর্ণ সময়ের এমবিএ (দু বছরের কোর্স)/ এমএসডব্লু/ পার্সোনেল ম্যানেজমেন্ট বা পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা।

স্টাইপেন্ড ও ট্রেনিংয়ের সময়সীমা: প্রতি মাসে ১৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর।

অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের স্থান: Powergrid Corporate Office, 1) PlotNo 2, Sector 29, Gurgaon (near IFFCO Chowk Metro Station), 2) Powergrid Academy of Leadership (PAL), Vill- Gwalior, Panchgaon, Manesar, Gurgaon.

আবেদনের পদ্ধতি: www.apprenticeshipindia.org ওয়েবসাইটে গিয়ে প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে, তারপর www.powergridindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

https://www.powergridindia.com/sites/default/files/Advertisement%20for%20CC%20for%20Executive%20%28HR%29_0.pdf  লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল