Site icon জীবিকা দিশারী

পাওয়ার গ্রিডে ৩৩ হিউম্যান রিসোর্স অ্যাপ্রেন্টিস

Current Affairs 1st May

ভারত সরকারের পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ৩৩ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, এগজিকিউটিভ (হিউম্যান রিসোর্স) শাখায়। Ref: CC/HRD/PAL/Apprentice/2020-21.

যোগ্যতা: পূর্ণ সময়ের এমবিএ (দু বছরের কোর্স)/ এমএসডব্লু/ পার্সোনেল ম্যানেজমেন্ট বা পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা।

স্টাইপেন্ড ও ট্রেনিংয়ের সময়সীমা: প্রতি মাসে ১৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর।

অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের স্থান: Powergrid Corporate Office, 1) PlotNo 2, Sector 29, Gurgaon (near IFFCO Chowk Metro Station), 2) Powergrid Academy of Leadership (PAL), Vill- Gwalior, Panchgaon, Manesar, Gurgaon.

আবেদনের পদ্ধতি: www.apprenticeshipindia.org ওয়েবসাইটে গিয়ে প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে, তারপর www.powergridindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

https://www.powergridindia.com/sites/default/files/Advertisement%20for%20CC%20for%20Executive%20%28HR%29_0.pdf  লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

Exit mobile version