পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৩২৫ ম্যানেজার ও অফিসার

830
0
PNB Specialist Officer Recruitment

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৩২৫ জন সিনিয়র ম্যানেজার (ক্রেডিট, ল), ম্যানেজার (ক্রেডিট, ল, এইচআরডি) ও অফিসার (আইটি) নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: পোস্ট কোড ০১: সিনিয়র ম্যানেজার (ক্রেডিট) গ্রেড/ স্কেল এমএমজি থ্রি: ৫১। পোস্ট কোড ০২: ম্যানেজার (ক্রেডিট) এমএমজি স্কেল টু: ২৬। পোস্ট কোড ০৩: সিনিয়র ম্যানেজার (ল) এমএমজি স্কেল থ্রি: ৫৫। পোস্ট কোড ০৪: ম্যানেজার (ল) এমএমজি স্কেল টু: ৫৫। পোস্ট কোড ০৫: ম্যানেজার (এইচআরডি) এমএমজি স্কেল টু: ১৮। পোস্ট কোড ০৬: অফিস (আইটি) জেএমজি স্কেল ওয়ান: ১২০।

স্কেল অনুযায়ী শূন্যপদের বিন্যাস: এমএমজি স্কেল থ্রি: ১০৬ (অসংরক্ষিত ৪৪, তপশিলি জাতি ১৬, তপশিলি উপজাতি ৮, ওবিসি ২৮, ইডব্লুএস ১০)। এমএমজি স্কেল টু: ৯৯ (অসংরক্ষিত ৪১, তপশিলি জাতি ১৫, তপশিলি উপজাতি ৭, ওবিসি ২৭, ইডব্লুএস ৯)। জেএমজি স্কেল ওয়ান: ১২০ (অসংরক্ষিত ৪৯, তপশিলি জাতি ২০, তপশিলি উপজাতি ১০, ওবিসি ২৯, ইডব্লুএস ১২)। মোট শূন্যপদের মধ্যে ৪টি ওসি, ৩টি শ্রবণ প্রতিবন্ধী, ৩টি দৃষ্টি প্রতিবন্ধী ও ৩টি আইডিদের জন্য সংরক্ষিত।

বেতনক্রম: সিনিয়র ম্যানেজার (ক্রেডিট ও ল)-এর ক্ষেত্রে ৪২০২০-৫১৪৯০ টাকা। ম্যানেজার (ক্রেডিট, ল, এইচআরডি) পদের ক্ষেত্রে ৩১৭০৫-৪৫৯৫০ টাকা। অফিসার (আইটি) পদের ক্ষেত্রে ২৩৭০০-৪২০২০ টাকা।

বয়সসীমা (১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে): সিনিয়র ম্যানেজার (ক্রেডিট) পদে ২৫-৩৭ বছরের মধ্যে। ম্যানেজার (ক্রেডিট, এইচআরডি) পদে ২৫-৩৫ বছরের মধ্যে। সিনিয়র ম্যানেজার (ল) পদে ২৮-৩৫ বছরের মধ্যে। ম্যানেজার (ল) পদে ২৫-৩২ বছরের মধ্যে। অফিসার (আইটি) পদে ২১-২৮ বছরের মধ্যে। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সিনিয়র ম্যানেজার (ক্রেডিট): সিএ/ আইসিডব্লুএ/ এমবিএ বা পিজিডিএম (ফিনান্সে স্পেশ্যালাইজেশন) বা সমতুল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা। কোনো ব্যাঙ্ক/ পিএসইউ/ কর্পোরেট হাই ভ্যালু ক্রেডিট/ এনবিএফসিতে পাঁচ বছরের অভিজ্ঞতা।

ম্যানেজার (ক্রেডিট): সিনিয়র ম্যানেজার (ক্রেডিট): সিএ/ আইসিডব্লুএ/ এমবিএ বা পিজিডিএম (ফিনান্সে স্পেশ্যালাইজেশন) বা সমতুল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা। কোনো ব্যাঙ্ক/ পিএসইউ/ কর্পোরেট হাই ভ্যালু ক্রেডিট/ এনবিএফসিতে তিন বছরের অভিজ্ঞতা।

সিনিয়র ম্যানেজার (ল): গ্র্যাজুয়েট সঙ্গে ল ডিগ্রি অথবা পাঁচ বছরের ইন্টিগ্রেটেড কোর্সের ল গ্র্যাজুয়েট ও ৭ বছরের অভিজ্ঞতা।

ম্যানেজার (ল): গ্র্যাজুয়েট সঙ্গে ল ডিগ্রি অথবা পাঁচ বছরের ইন্টিগ্রেটেড কোর্সের ল গ্র্যাজুয়েট। অন্তত তিন বছরের অভিজ্ঞতা।

ম্যানেজার (এইচআরডি): পার্সোনেল ম্যানেজমেন্ট/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস/ এইচআর/ এইচআরডি/ এইআরএম/ লেবার ল-তে দু বছরের পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা। অন্তত তিন বছরের অভিজ্ঞতা।

অফিসার (আইটি): ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ ইনফরমেশন টেকনোলজিতে পূর্ণ সময়ের এমসিএ/ বিই/ বিটেক। অন্তত ১ বছরের অভিজ্ঞতা। সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ১৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখের হিসেবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা এবং/ অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইন পরীক্ষায় থাকবে রিজনিং (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), প্রফেশনাল নলেজ- পদ সংক্রান্ত প্রশ্ন (৫০টি প্রশ্ন, ৭৫ নম্বর)। মোট ২০০ নম্বরের পরীক্ষা, সময় ১২০ মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে।

আবেদনের ফি: ৬০০ টাকা, ইন্টিমেশন চার্জ সহ। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কেবল ইন্টিমেশন চার্জ ১০০ টাকা। ডেবিট কার্ড (রুপে/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: www.pnbindia.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি হতে হবে, ডাইমেনশন ২০০×২৩০ পিক্সেল (বাঞ্ছনীয়ত), মাপ হতে হবে ২০-৫০ কেবির মধ্যে। সাদা কাগজে কালো কালির পেন দিয়ে স্বাক্ষর করতে হবে, ডাইমেনশন ১৪০×৬০ পিক্সেল (বাঞ্ছনীয়ত), মাপ ১০-২০ কেবির মধ্যে। স্ক্যানার রেজলিউশন ২০০ ডিপিআই। অনলাইন আবেদন করার সময় ছবি ও স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।

গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইন আবেদন করা যাবে ১৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত। অনলাইন পরীক্ষা হবে ২৪ মার্চ ২০১৯ তারিখ। পরীক্ষার জন্য কললেটার ডাউনলোড করা যাবে ১৪ মার্চ ২০১৯ তারিখ থেকে।