পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৩৫ স্পেশ্যালিস্ট অফিসার

2834
0
Current Affairs 8th March

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৩৫ জন স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ করা হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত৷ নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন৷

শূন্যপদ:
পোস্ট কোড ০১: ম্যানেজার (রিস্ক): ১৬০,
পোস্ট কোড ০২: ম্যানেজার (ক্রেডিট): ২০০,
পোস্ট কোড ০৩: ম্যানেজার (ট্রেজারি): ৩০,
পোস্ট কোড ০৪: ম্যানেজার (ল): ২৫,
পোস্ট কোড ০৫: ম্যানেজার (আর্কিটেক্ট): ২,
পোস্ট কোড ০৬: ম্যানেজার (সিভিল): ৮,
পোস্ট কোড ০৭: ম্যানেজার (ইকোনমিক): ১০,
পোস্ট কোড ০৮: ম্যানেজার (এইচআর): ১০,
পোস্ট কোড ০৯: সিনিয়র ম্যানেজার (রিস্ক): ৪০,
পোস্ট কোড ১০: সিনিয়র ম্যানেজার (ক্রেডিট): ৫০

বয়সসীমা: সিনিয়র ম্যানেজার (রিস্ক ও ক্রেডিট) পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২৫-৩৭ বছরের মধ্যে, বাকি পদগুলির ক্ষেত্রে ২৫-৩৫ বছরের মধ্যে৷ সবক্ষেত্রেই বয়স ধরা হবে ১ জুলাই ২০২০ তারিখের হিসাবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: ম্যানেজার (রিস্ক): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ম্যাথমেটিক্স/ স্ট্যাটিস্টিক্স/ ইকোনমিক্সে ব্যাচেলর/ মাস্টার ডিগ্রি অথবা এমবিএ (ফিনান্স)/ সিএ/ আইসিডব্লুএ/ সিএফএ/ পিজিপিপিএফ৷ সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের অভিজ্ঞতা৷

ম্যানেজার (ক্রেডিট): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিএ/ আইসিডব্লুএ/ এমবিএ বা পিজিডিএম (ফিনান্সে স্পেশ্যালাইজেশন)৷ সঙ্গে এক বছরের অভিজ্ঞতা৷

ম্যানেজার (ট্রেজারি): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে এমবিএ (ফিনান্স) বা সিএ/ আইসিডব্লুএ৷ সঙ্গে এক বছরের অভিজ্ঞতা৷

ম্যানেজার (ল): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ল গ্র্যাজুয়েট সঙ্গে ল অফিসার হিসেবে অন্তত দু বছরের অভিজ্ঞতা৷

ম্যানেজার (আর্কিটেক্ট): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রি, কাউন্সিল অব আর্কিটেকচারে নাম নথিভুক্ত থাকতে হবে এবং ক্যাডের জ্ঞান থাকতে হবে, আর, অন্তত এক বছরের অভিজ্ঞতা৷

ম্যানেজার (সিভিল): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা৷

ম্যানেজার (এইচআর): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পার্সোনেল ম্যানেজমেন্ট/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স/ এইচআর/ এইচআরডি/ এইচআরএম/ লেবার ল-তে দু বছরের পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা সঙ্গে অন্তত দু বছরের অভিজ্ঞতা৷

ম্যানেজার (ইকোনমিক): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইকোনমিক্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে অন্তত দু বছরের অভিজ্ঞতা৷

সিনিয়র ম্যানেজার (রিস্ক): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ম্যাথমেটিক্স/ স্ট্যাটিস্টিক্স/ ইকোনমিক্সে ব্যাচেলর/ মাস্টার ডিগ্রি অথবা এমবিএ (ফিনান্স)/ সিএ/ আইসিডব্লুএ/ সিএফএ/ পিজিপিপিএফ৷ সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের অভিজ্ঞতা৷

সিনিয়র ম্যানেজার (ক্রেডিট): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিএ/ আইসিডব্লুএ/ এমবিএ বা পিজিডিএম (ফিনান্সে স্পেশ্যালাইজেশন)৷ সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা৷

সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পূর্ণ হতে হবে ৮ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা এবং/ অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

আবেদনের ফি: ৮৫০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ১৭৫ টাকা৷ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে৷

আবেদনের পদ্ধতি: www.pnbindia.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আআবেদন করা যাবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত৷

 

IBPS, Bank Job, IBPS SO