পার্লামেন্টে ২১ রিপোর্টার

941
0
Current Affairs 12 September 2019

লোকসভা সেক্রেটারিয়েটে ২১ জন পার্লামেন্টারি রিপোর্টার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ২/২০১৯।

শূন্যপদের বিন্যাস: ২১ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২, ওবিসি ৫, ইডব্লুএস ৩)।

বেতনক্রম: লেভেল ১০ অনুযায়ী ৫৬১০০-১৭৭৫০০ টাকা।

যোগ্যতা: যে-কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ইংরেজি/ হিন্দিতে প্রতি মিনিটে ১৬০ শব্দের গতিতে শর্টহ্যান্ড স্পিড। কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়।

বয়স: ২৮ জানুয়ারি ২০২০ তারিখে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: শর্টহ্যান্ড টেস্ট, লেখা পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় থাকবে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স (৫০ নম্বর), জেনারেল ইংলিশ (৫০ নম্বর)। মোট সময় ৫০ মিনিট। লেখা পরীক্ষা ও শর্টহ্যান্ড টেস্টে উত্তীর্ণ হলে পার্সোনাল ইন্টারভিউ।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.loksabha.nic.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পাঠাতে হবে ‘THE RECRUITMENT BRANCH, LOK SABHA SECRETARIAT, ROOM NO 521, PARLIAMENT HOUSE ANNEX, NEW DELHI 110001’ ঠিকানায়। পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌঁছতে হবে আগামী ২৮ জানুয়ারির মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।