পিএফ দপ্তরে ৪২১ এনফোর্সমেন্ট ও অ্যাকাউন্টস অফিসার

1230
0
EPF Recruitment, UPSC Recruitment

কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অব লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের অধীন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে ৪২১ জন এনফোর্সমেন্ট অফিসার/ অ্যাকাউন্টস অফিসার নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এই স্পেশ্যাল রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নম্বর: ৫১/২০২০। ভ্যাকান্সি নম্বর: ২০০১৫১০১৪১১।

শূন্যপদের বিন্যাস: ৪২১ (অসংরক্ষিত ১৬৮, তপশিলি জাতি ৬২, তপশিলি উপজাতি ৩৩, ওবিসি ১১৬, ইডব্লুএস ৪২)।

বয়সসীমা: ৩১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: যে-কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ জানুয়ারি ২০২০-র মধ্যে। চাকরির প্রথম দু বছর প্রবেশন পিরিয়ড থাকবে।

বাঞ্ছনীয়: ১) ল-তে ব্যাচেলর ডিগ্রি বা ইন্টিগ্রেটেড পাঁচ বছরের ডিগ্রি/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার ডিগ্রি বা ম্যানজেমেন্ট/ কোম্পানি সেক্রেটারি/ চার্টার্ড অ্যাকাউন্ট/ কস্ট অ্যান্ড ম্যানজেমেন্ট অ্যাকাউন্ট্যান্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। ২) অ্যাডমিনিস্ট্রেশন/ অ্যাকাউন্টস/ লিগ্যাল ম্যাটারে দু বছরের অভিজ্ঞতা।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ২৫ টাকা। এসবিআইয়ের যে-কোনো শাখায় নগদে ফি দেওয়া যাবে, এছাড়াও এসবিআই নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: http://www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনলাইন সাবমিট করা আবেদনপত্রের প্রিন্ট-আউট নেওয়া যাবে আগামী ১ ফেব্রুয়ারি রাত ২৩.৫৯ পর্যন্ত।

https://www.upsc.gov.in/sites/default/files/SplAdvt-51-2020-Engl.pdf লিঙ্কে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।