Site icon জীবিকা দিশারী

পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস, ২০১৯ পরীক্ষার সিলেবাস, পরীক্ষা পদ্ধতি

PSC, PSC Audit & Account Service Exam

প্রিলিমিনারি পরীক্ষা— ২০০ নম্বর (সময় আড়াই ঘন্টা)

গ্রুপ এ: ১) ইংলিশ কম্পোজিশন ৫০ নম্বর  ২) জেনারেল স্টাডিজ ও কারেন্ট অ্যাফেয়ার্স ৪০ নম্বর, ৩) কনস্টিটিউশন অব ইন্ডিয়া ৩৫ নম্বর

গ্রুপ বি: বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ৩৫ নম্বর, অ্যাকাউন্ট্যান্সি অ্যান্ড কস্টিং ৪০ নম্বর।

এমসিকিউ প্রশ্ন হবে।

মেইন পরীক্ষা— ৮০০ নম্বর

কম্পালসারি পেপার ৫০০ নম্বর

i ) ইংরেজি প্রবন্ধ রচনা, প্রেসি ও কম্পোজিশন

ii ) বাংলা/হিন্দি/নেপালি/উর্দু/সাঁওতালি প্রবন্ধ রচনা, প্রেসি ও কম্পোজিশন

iii ) জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স

iv ) বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স

v ) অডিটিং

অপশনাল পেপার (যে-কোনো একটি ) ৩০০ নম্বর

১) গ্রুপ এ: ম্যাক্রো ইকোনমিক্স & পাবলিক ফিনান্স, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম,  ইকনমিক্স প্রিন্সিপাল অ্যান্ড ইন্ডিয়ান ইকোনোমিক্স প্রবলেমস

২) গ্রুপ বি: বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং

৩) গ্রুপ সি: বিজনেস ম্যানেজমেন্ট, ডিরেক্ট অ্যান্ড ইন-ডিরেক্ট ট্যাক্সেশন, ইনফরমেশন টেকনোলজি ও ব্যবসায় তার ব্যবহার

পার্সোনালিটি টেস্ট ২০০ নম্বর

 

 

PSC, PSC Audit & Account Service Exam

Exit mobile version