পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্টস প্রিলি পরীক্ষার আন্সার-কি

894
0
wbpsc exam postponed

ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস ২০১৯-এর যে প্রিলিমিনারি পরীক্ষা গত ১৬ ফেব্রুয়ারি হয়েছিল তার (বিজ্ঞপ্তি নং ২৮/২০১৯) আন্সার-কী আপলোড করা হয়েছে। প্রশ্নপত্রের সঙ্গে ওই উত্তরপত্রের কোনো ত্রুটি বা অসঙ্গতি ধরা পড়লে তা কমিশনকে জানাতে হবে ২১ ফেব্রুয়ারি থেকে ৭ দিনের মধ্যে, পিএসসির ওয়েবসাইটে (https://wbpsc.gov.in) দেওয়া লিঙ্কের মাধ্যমে। আন্সার-কি (No. 85-PSC/Con.(Q) Date: 17th Feb., 2020) দেখা যাবে এই লিঙ্কে: http://pscwbapplication.in/pdf20/2712327_02_2020.pdf

 

 

WB Audit & Accounts, WBPSC, WBPSC Result