পিএসসির আইসিডিএস পরীক্ষা ১১ আগস্ট নয়

1240
0
ICDS Job, WB Jobs, PSC, PSC Jobs

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনে আইসিডিএস প্রকল্পের জন্য মহিলা সুপারভাইজার পদের পরীক্ষার তারিখ বদল করা হয়েছে (বিজ্ঞপ্তি নম্বর ৮/২০১৯)। পিএসসির একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১১ আগস্ট ২০১৯-এর পরিবর্তে পরীক্ষা হবে ১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে। পরীক্ষাকেন্দ্রে ক্যালকুলেটার, মোবাইল ফোন  ও অন্য কোনো বৈদ্যুতিন যন্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না। এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://pscwbapplication.in/pdf19/2708331.pdf